বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) ভক্তরা এখনো গত রবিবারের বিশ্বকাপ (2023 ODI World Cup) ফাইনালের হারের যন্ত্রণা পুরোপুরি ভুলে যেতে পারেনি। সারা টুর্নামেন্টে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারত দুর্দান্ত ক্রিকেট খেলেও ফাইনালে অস্ট্রেলিয়া বিরুদ্ধে (India vs Australia) হার মানতে বাধ্য হয়। বিরাট কোহলির (Virat Kohli) হাফ সেঞ্চুরিতে ভর করে অস্ট্রেলিয়ার সামনে কেবলমাত্র ২৪০ রানের টার্গেট রাখতে পেরেছিল ভারত। মহম্মদ শামির (Mohammed Shami) নেতৃত্বাধীন ভারতীয় পেস আক্রমণ শুরুতেই বড় ঝটকা দিয়েছিল অস্ট্রেলিয়াকে। কিন্তু তারপরেও ঠান্ডা মাথায় অজিদের ম্যাচ জিতিয়ে দেয় আগ্রাসী ট্র্যাভিস হেড ও ধৈর্য্যবান মার্নাশ লাবুশানের পার্টনারশিপ।
কোথায় হেরেছিল ভারতীয় দল?
অনেকেই মনে করেন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েই অস্ট্রেলিয়া ম্যাচটি জিতে নিয়েছে। ভারতীয় দল টসে হেরেই ম্যাচ হেরে গিয়েছে। কিন্তু সেই দাবি সত্যি নয়। রোহিত শর্মা সেখানে দাঁড়িয়ে নিজে বলেছিলেন তিনি টস জিতলে তিনিও ব্যাটিংই নিতেন। সম্ভবত ভারতীয় দল ম্যাচ শুরুর আগে পিচের চরিত্র বুঝতেই ভুল করেছিল।
মহম্মদ শামির আক্ষেপ:
বিশ্বকাপ শেষ হওয়ার পর হতাশ মহম্মদ শামিকে বেশ কয়েকটি সাক্ষাৎকার দিতে দেখা গিয়েছে। তার মধ্যে একটি সাক্ষাৎকারে তিনি বিশ্বকাপ ফাইনালে ভারতের ব্যাটিং নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন। তার মতে রোহিত শর্মা, বিরাট কোহলিরা যদি তাদের (ভারতীয় বোলারদের) হাতে পর্যাপ্ত রান তুলে দিতে পারতেন তাহলে হয়তো ওই বিশ্বকাপ ফাইনালটা ভারতীয় দলকে হারতে হতো না।
আরও পড়ুন: ইডেনে খেলা হলে ভারতই জিততো! বিশ্বকাপ ফাইনালে উপস্থিত মোদীকে অপয়া ঘোষণা মমতার
শামির বিস্ফোরক মন্তব্য:
তার এই মন্তব্য শুনে চমকে গিয়েছেন অনেকেই। কেউ কেউ আশ্চর্য হয়ে বোঝার চেষ্টা করছেন যে তাহলে কি শামি ভারতের ব্যাটিংকে বিশ্বকাপ ফাইনাল হারের জন্য দায়ী করছেন। শামি বলেছেন, “আমাদের হাতে যথেষ্ট রান ছিল না। ২৪০ এর বদলে আমাদের হাতে ৩০০ রান থাকলে আমরা অনায়াসে সেটা ডিফেন্ড করে ফেলতাম।” এরপর আক্ষেপের সুর কাটিয়ে তিনি ফের মন্তব্য করেছেন, “তবে আমি নির্দিষ্ট কাউকে এই হারের জন্য দোষ দিতে চাই না। আমরা বিশ্বকাপটা একটা দল হিসেবেই খেলছিলাম। কিন্তু আমি একটা কথা নিশ্চিত ভাবে বলতে পারি যে সেদিন আমাদের হাতে যথেষ্ট রান ছিল না ম্যাচ জেতার জন্য।”
আরও পড়ুন: দ্রাবিড় ও রোহিতের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নেবে BCCI! ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নির্ধারণ হবে এই দিনে
বিশ্বকাপে শামির পারফরম্যান্স:
শামির এই মন্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেট ভক্তদের মধ্যে। তবে একটা ব্যাপার কেউ অস্বীকার করতে পারবেন না। বিরাট কোহলি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেও ভারতীয় দলের সবচেয়ে বড় নায়ক এই বিশ্বকাপে ছিলেন মহম্মদ শামি। তাকে ছাড়াও ভারতীয় দল হয়তো ম্যাচ জিতেছে, কিন্তু তিনি আসার পর ফাইনালের আগে অবধি বিশ্বকাপের বাকি দলগুলিকে ভারত স্রেফ উড়িয়ে দিয়েছে। মাত্র ৭ টি ম্যাচ খেলে তিনি ২৪ উইকেট নিয়ে প্রথম ভারতীয় বোলার এবং বিশ্বের দ্রুততম বোলার হিসাবে বিশ্বকাপে ৫০ উইকেটে নেওয়ার সম্মান অর্জন করেছিলেন। দুর্ভাগ্যবশত ফাইনালে ১ উইকেট পেলেও তিনি ধারাবাহিক ভালো বোলিং করতে পারেননি।