বাংলা হান্ট নিউজ ডেস্ক: এখনো অবধি চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের যা পারফরম্যান্স তাতে কিছু চিন্তার জায়গা থাকলেও মোটের উপর দলকে নিয়ে সন্তুষ্ট অনেক ভারতীয় ক্রিকেটপ্রেমীই। পাকিস্তান এবং নেদারল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচটি ছিল যেন একটি ওয়েক আপ কল। প্রোটিয়াদের বিরুদ্ধে ওই হার ভারতীয় দলের মধ্যে থাকা আত্মতুষ্টিগুলোকে কাটিয়ে দিয়েছিল। তারপর আজ বাংলাদেশের বিরুদ্ধে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ফের একটি স্মরণীয় জয় পেয়েছে ভারত।
ভারতীয় দলের এখনো অবধি যা পারফরম্যান্স তার ওপর ভর্তি করে বিরাট কোহলি এবং অর্শদীপ সিংকে নিয়ে ক্রিকেটপ্রেমীরা খুবই উচ্ছ্বসিত। একজন প্রতি ম্যাচে নিয়মিত রান করছেন। অপরজন প্রতি ম্যাচে নিয়মিত উইকেট তুলেছেন। লোকে কথা বলছে সূর্যকুমার যাদব এবং ভুবনেশ্বর কুমারের পারফরম্যান্স নিয়েও। একজন ঝড়ের গতিতে ব্যাটিং করে চলেছেন। অপর জন্য নতুন বল হাতে প্রতিপক্ষের পক্ষে রান করা কঠিন করে তুলছেন।
কিন্তু কোহলি বা ভুবনেশ্বর কুমারদের নিয়ে আলোচনা করতে গিয়ে একজনের কথা ভুলেই যাচ্ছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা যিনি ধারাবাহিকভাবে প্রতিটি ম্যাচে ভারতের হয়ে দুর্দান্ত না হলেও, কার্যকরী পারফরম্যান্স করে চলেছেন। এখানে বলা হচ্ছে চলতি বিশ্বকাপে ভারতের টি-টোয়েন্টি একাদশে প্রত্যাবর্তন করা পেশার মহম্মদ শামির কথা।
চলতি বিশ্বকাপে প্রচারের আড়ালে চুপচাপ নিজের কাজটা করে চলেছেন শামি। তিনি ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে কৃপণ বোলিং করে চলেছেন। সেই সঙ্গে তিনি প্রতি ম্যাচে গুরুত্বপূর্ণ উইকেটও তুলে চলেছেন। কিন্তু তাকে নিয়ে আলোচনা হচ্ছে অত্যন্ত কম।
পাকিস্তানের বিরুদ্ধে হোক বা আজকের বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ, শামি কোনও ম্যাচেই বেশি রান দেননি এবং উইকেটও তুলেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে ম্যাচটিতে ভারতকে হারতে হয়েছিল সেই ম্যাচে নিজের ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে একটি উইকেট তুলেছিলেন শামি। চলতি বিশ্বকাপে এখনো প্রতি ৪ টি ম্যাচ খেলে ১৫ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৯০ রান দিয়েছেন অভিজ্ঞ এই পেসার। এই ১৫ ওভারে তিনি ৪টি উইকেটও পেয়েছেন। দলের প্রয়োজনে নতুন বল হাতে, মাঝের ওভারে বা ডেথ ওভারেও বোলিং করছেন তিনি। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা আশা করবেন শামি অবশিষ্ট টুর্নামেন্টেও নিজের এই ফর্ম বজায় রাখবেন।