অবশেষে অপেক্ষার অবসান! ৩৫৯ দিন পর মাঠে প্রত্যাবর্তন করবেন শামি, খেলবেন এই বড় ম্যাচ

বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘদিন ধরেই চোটের সমস্যার কারণে মাঠের বাইরে রয়েছেন তিনি। দেখতে দেখতে সময়টা হয়ে গিয়েছে প্রায় এক বছর। এদিকে, সাম্প্রতিক সময়ে তাঁর মাঠে প্রত্যাবর্তনের বিষয়ে বিভিন্ন জল্পনা শুরু হলেও এবার সামনে এল বড় আপডেট। এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন আমরা কথা বলছি টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ শামির (Mohammed Shami) প্রসঙ্গে। দীর্ঘ ৩৫৯ দিনের অপেক্ষার পর অবশেষে প্রত্যাবর্তন হচ্ছে তাঁর।

৩৫৯ দিন পর মাঠে প্রত্যাবর্তন করবেন শামি (Mohammed Shami):

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আগামী বুধবার তিনি (Mohammed Shami) মাঠে নামবেন। মূলত, মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলার হয়ে মহম্মদ শামি রঞ্জি ট্রফি খেলবেন। এমতাবস্থায়, দীর্ঘ বিরতির পর বাংলার পেসার হিসেবে মাঠে নামতে চলেছেন তিনি। ইতিমধ্যেই শামি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির তরফে ছাড়পত্র পেয়ে গিয়েছেন বলেও জানা গিয়েছে। আর এই খবর সামনে আসতেই তুমুল উৎসাহ পরিলক্ষিত হয়েছে ক্রিকেট অনুরাগীদের মধ্যে।

Mohammed Shami will return to the field this time.

জানিয়ে রাখি যে, মধ্যপ্রদেশের বিরুদ্ধে ইন্দোরের সবুজ উইকেটে খেলতে নামবে বাংলা। এদিকে, বাংলার দুই অভিজ্ঞ পেসার আকাশ দীপ এবং মুকেশ কুমার বর্তমানে ভারতীয় দলের সাথে অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন। অপরদিকে, ঈশান পোড়েল গত ম্যাচে চোটের সম্মুখীন হয়েছেন। সামগ্রিকভাবে, এমতাবস্থায় শামি (Mohammed Shami) দলে এলে নিঃসন্দেহে বাংলার শক্তি বৃদ্ধি হবে। এর পাশাপাশি জানা গিয়েছে যে, বাংলার দলে শামির ভাই মহম্মদ কাইফও ওই ম্যাচে একই সাথে খেলতে পারেন।

আরও পড়ুন: লিঙ্গ পরিবর্তন করলেন ভারতের এই তারকা ক্রিকেটারের সন্তান! আরিয়ান থেকে হলেন অনায়া

প্রসঙ্গত উল্লেখ্য যে, বেশ কিছু দিন ধরেই শামির (Mohammed Shami) প্রত্যাবর্তনকে ঘিরে শুরু হয়েছিল জল্পনা। পাশাপাশি, তিনি রঞ্জি ট্রফিতে খেলবেন বলে জানা গিয়েছিল। কিন্তু, সেই সময়ে তিনি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির তরফে ফিট সার্টিফিকেট পাননি। এদিকে, পরবর্তীকালে জল্পনা শুরু হয়েছিল যে তিনি হয়তো বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেন। যদিও, সেখানেও খেলার সুযোগ ঘটেনি তাঁর।

আরও পড়ুন: মোক্ষম জবাব পাবে চিন-পাকিস্তান! এবার রাশিয়ার সহায়তায় শত্রুদের দাদাগিরি খতম করবে ভারত

এমতাবস্থায়, বুধবার থেকে বাংলার হয়ে খেলবেন শামি (Mohammed Shami)। জানিয়ে রাখি যে, গত বছর ODI বিশ্বকাপের ফাইনালে অর্থাৎ ১৯ নভেম্বর শেষ বার খেলতে দেখা গিয়েছিল শামিকে। চোট নিয়ে তিনি খেলেছিলেন ওই বিশ্বকাপ। তারপর শুরু হয় তাঁর চিকিৎসা। করা হয় অস্ত্রোপচারও। তারপরেই দীর্ঘ বিরতি নেন তিনি। তবে, রঞ্জি ট্রফিতে তিনি খেলা শুরু করলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে শামি সুযোগ পান কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন ক্রিকেট অনুরাগীরা।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর