শামি নয়, বিশ্বকাপের আগে আহত বুমরার বদলে মহম্মদ সিরাজকে ভারতীয় দলে ফেরালো BCCI

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকা সফর থেকে চোট পেয়ে ছিটকে গিয়েছেন যশপ্রীত বুমরা। বুমরাকে আপাতত বিসিসিআই নিজেদের কড়া নজরে রাখবে ব্যাঙ্গালোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে। তার শারীরিক অবস্থার ওপর তীক্ষ্ণ নজরে রাখা হবে এবং শেষমুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হবে যে তিনি বিশ্বকাপে ভারতীয় দলের সঙ্গে উড়ে যেতে পারবেন কিনা।

Jasprit Bumrah Rohit Sharma

ভারতের আরেক অভিজ্ঞ তারকা পেসার মহম্মদ শামি এখনো করোনা আক্রান্ত অবস্থায় রয়েছেন। সকলেই আশা করেছিলেন যে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের নিজের যোগ্যতা প্রমাণ দিয়ে বিশ্বকাপের দলে ঢোকার জোরালো দাবি রাখবেন এই তারকা ফাস্ট বোলার। প্রায় এক বছর পরে এই ফরম্যাটে তিনি জাতীয় দলে ফেরার সুযোগ পেয়েছিলেন। কিন্তু আচমকা করোনার আক্রমণ যাবতীয় পরিকল্পনা ভেস্তে দিয়েছে।

বিশ্বকাপের জন্য বিসিসিআইকে সিদ্ধান্ত নেবে তা জানতে এখনও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। তবে দক্ষিণ আফ্রিকা সফরে বুমরার পরিবর্ত হিসেবে মহম্মদ সিরাজের নাম ঘোষণা করে দিয়েছে তারা। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষবার টি-টোয়েন্টি ফরম্যাটে মাঠে নেমেছিলেন তিনি। সেই ম্যাচে ৪ ওভারে ২২ রান দিয়ে ১টি উইকেট নিয়েছিলেন সিরাজ। তবে রবিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে তার নামার সম্ভাবনা খুবই কম।

দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টির জন্য ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশভ পন্থ (উইকেট-রক্ষক), দিনেশ কার্তিক (উইকেট-রক্ষক), রবি অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, হর্ষাল প্যাটেল, দীপক চাহার, উমেশ যাদব, শ্রেয়াস আইয়ার, শাহবাজ আহমেদ, মহম্মদ সিরাজ

আজকের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশভ পন্থ (উইকেট-রক্ষক), দিনেশ কার্তিক (উইকেট-রক্ষক), রবি অশ্বিন, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, হর্ষল প্যাটেল, দীপক চাহার

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর