বিতর্কিত গোলে মহামেডানের সাথে ড্র সুনীলদের, গ্যালারি ভাঙচুর রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ সাদা-কালো সমর্থকদের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ডুরান্ড কাপে শুক্রবার সন্ধ্যায় নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুনীল ছেত্রীদের বেশ কিছুটা বেকায়দায় ফেলে দিয়েছিলেন মহামেডান ফুটবলাররা। আন্দ্রে চেরনিশভের ছেলেরা প্রথমার্ধেই লিড নিয়ে নেয়। গোল করেন মহামেডান ফুটবলার প্রীতম সিং। সুনীল ছেত্রী, রয় কৃষ্ণা সম্বলিত বেঙ্গালুরু দলকে বেশ বেকায়দায় দেখাচ্ছিলো। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় বেশ কিছুটা খোলা মন নিয়ে খেলছিল সাদাকালো ব্রিগেড।

দ্বিতীয়ার্ধের শুরুতেই মহামেডান আইএসএলের প্রতিপক্ষকে বেশ ভালোই সামাল দিচ্ছিল। কিন্তু ৭২ মিনিটে লাল কার্ড দেখতে হয় মহামেডানের অভিষেক দাসকে। ফলে কোণঠাসা হয়ে পড়ে সাদাকালো ব্রিগেড। শেষমুহূর্ত অবধি লড়াই চালিয়ে যায় বেঙ্গালুরু এফসি। ম্যাচের শেষ মুহূর্তে অতিরিক্ত সময়ের পরে বেঙ্গালুরুর শিবশক্তি নারায়ণনের গোলে ম্যাচ ড্র হয়।

কিন্তু ম্যাচের শেষ দিকে রেফারি শ্রীকৃষ্ণের সিদ্ধান্তের দুই শিবিরের মধ্যে বিক্ষোভ শুরু হয়। দুই শিবিরে ঝামেলা এতটাই বাজে পর্যায়ে পৌঁছে যায় যে লাল কার্ড দেখাতে হয় দুই দলেরই এক একজন সাপোর্ট স্টাফকে। লাল কার্ড দেখেন মহামেডানের গোলরক্ষক কোচ সন্দীপ নন্দী। এরপরে মহামেডান কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্সের।

bengaluru vs mds

ম্যাচ শেষে রেফারিংয়ের মান নিয়ে ক্ষুব্ধ মহামেডান সর্মথকরা গ্যালারিতে তাণ্ডব চালান। ভেঙে দেওয়া হয় স্টেডিয়ামে লাগানো ডুরান্ডের ব্যানার। রেফারির একটি সিদ্ধান্ত। বল গোল লাইন অতিক্রম করেছে কিনা সেই নিয়ে জানানো রেফারি শ্রীকৃষ্ণের সিদ্ধান্ত মানতে পারেনি সাদাকালো সমর্থকরা। অনেকেই অভিযোগ করেছেন যে দীর্ঘদিন ধরেই এইরকম রেফারিংয়ের মান রয়ে গেছে ভারতীয় ফুটবলে কিন্তু উন্নতির কোন ইচ্ছাই দেখা যায়নি।

বেঙ্গালুরু এফসি এবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে অপর আইএসএল দল ওড়িশা এফসির। মহামেডান এবং কেরালার ম্যাচটির যথেষ্ট উত্তেজক হতে চলেছে। রাজস্থান এবং এটিকে মোহনবাগানের মধ্যে যে দল ওই গ্রুপ থেকে কোয়ালিফাই করবে তারা মুখোমুখি হবে গতবারের আইএসএল চ্যাম্পিয়ন হায়দ্রাবাদ এফসির। চেন্নাই অথবা নিরীক্ষার মধ্যে থেকে যেকোনো একজন শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মুম্বাই সিটি এফসির।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর