বাংলা হান্ট নিউজ ডেস্ক: টানা তিন জয়। ডুরান্ড কাপে জয়ের হ্যাটট্রিক করে ফেলল মহামেডান স্পোর্টিং। শনিবার গ্রুপ পর্যায়ে নিজেদের তৃতীয় ম্যাচে ইন্ডিয়ান এয়ারফোর্সের মুখোমুখি হয়েছিল সাদা কালো ব্রিগেড। গত দুই ম্যাচের মতো এই ম্যাচেও দাপট দেখিয়ে জয় তুলে নিলো আন্দ্রে চেরনিশভের ছেলেরা। এফসি গোয়া এবং জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচের মতোই এই ম্যাচেও জয় পেল তারা।
ইতিমধ্যেই চলতি ডুরান্ড প্রতিযোগিতায় আট গোল করে ফেলেছে সাদা-কালো বাহিনী। আজ ইন্ডিয়ান এয়ার ফোর্সের বিরুদ্ধে তারা জয় পেয়েছে ২-০ ফলে। এর ফলে একটি অনন্য কীর্তি করে ফেলেছে তারা। চলতি ডুরান্ডের প্রথম এবং দ্রুততম দল হিসেবে তারা নক-আউটের টিকিট নিশ্চিত করে ফেলেছে।
এখনো বেঙ্গালুরু এফসির সঙ্গে খেলা বাকি রয়েছে তাদের। সুনীল ছেত্রী, রয় কৃষ্ণারাও দুর্দান্ত ফর্মে রয়েছেন। মহামেডানের মতোই তারাও প্রথম দুটি ম্যাচে জয় পেয়েছিলেন। তারা যদি এফসি গোয়া কে হারিয়ে দেয় তবে মহামেডান বনাম বেঙ্গালুরু ম্যাচ দিয়েই নির্ধারিত করা হবে যে প্রথম গ্রুপের শীর্ষে কারা থাকছে।
শনিবার কিশোর ভারতী স্টেডিয়ামে মহামেডানের হয়ে প্রথম গোলটি করেছেন নাইজেরিয়ান স্ট্রাইকার ওসমানে এনদীয়ায়ে। ৩৩ মিনিটে ফজলু রহমানের শটে হেড দিয়ে গোল করেন এই স্ট্রাইকার। প্রথমার্ধে এক গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের ৮৭ মিনিটে অধিনায়ক মার্কাসের পাস থেকে সাদাকালো ব্রিগেডের হয়ে আজকের দ্বিতীয় গোলটি করেন চলতি মরশুমের শুরুতে ইস্টবেঙ্গল থেকে মহমেডানে যোগ দেওয়ার রাহুল পাসওয়ান।
আজ দিনের দ্বিতীয় খেলায় গ্রুপ ডি-এর কেরালা ব্লাস্টার্স ৩-০ ফলে হারিয়েছে নর্থইস্ট ইউনাইটেডকে। এই নিয়ে পরপর তিন ম্যাচ হারলো হাইল্যান্ডার্সরা। আর চলতি ডুরান্ডে নিজেদের প্রথম জয় পেলো কেরালা ব্লাস্টার্স। কাল গ্রুপ বি থেকে একে অপরের মুখোমুখি হবে ইমামি ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান। বাংলার এক ক্লাবের দুর্দান্ত পারফরম্যান্সে মাঝেই কাল বাংলার অপর দুই প্রধান নিজেদের প্রথম জয়ের খোঁজে মাঠে নামবে।