ডুরান্ডে বাংলার মান রাখছে মহামেডান স্পোর্টিং, দুরন্ত ফুটবল খেলে জামশেদপুরকে টেক্কা ফজলুদের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দুর্দান্ত ছন্দে মহামেডান স্পোর্টিং। ডুরান্ড কাপে (Durand Cup) বাংলার মান রাখছে সাদা কালো ব্রিগেড। প্রথম ম্যাচে এফসি গোয়াকে হারানোর পর অনেকেই ঘটনাটিকে ফ্লুক বলে উড়িয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রেখে সমালোচকদের জবাব দিলো আন্দ্রে চেরনিশভের ছেলেরা। রবিবার আইএসএলে গত বারের লিগ শিল্ড জয়ী ক্লাব জামশেদপুর এফসিকে ৩-০ গোলে গুঁড়িয়ে দিয়ে নিজেদের গ্রূপে সবার শীর্ষে  মহামেডান।

এইমুহূর্তে মহামেডান বাংলার ফুটবলের মান রাখছে ডুরান্ডে। এটিকে মোহনবাগান প্রথম ম্যাচে এগিয়ে গিয়েও রাজস্থান ইউনাইটেডের কাছে ৩-২ ফলে হেরেছিল। কাল টালমাটাল অবস্থায় মাঠে নামছে ইস্টবেঙ্গল। তাদের নিয়ে কারোর কোনও বাড়াবাড়ি প্রত্যাশা নেই। মূলত মহামেডানই এই প্রতিযোগিতায় বাংলা ফুটবলের মুল মুখ।

আজ রেড মিনার্সদের<span;> বিরুদ্ধে সাদা-কালো ব্রিগেড প্রথম গোলটি পায় ৩৮ মিনিটে। দুরন্ত গোপ করে মহামেডানকে এগিয়ে দেন ফাসলু। তার ঠিক চার মিনিট পরেই সমতা ফেরানোর সহজ সুযোগ নষ্ট করে জামশেদপুর। মাউইয়ার করা স্কুপ গোলপোস্টে লাগে। দাপট দেখিয়েই প্রথমার্ধে ১-০ এগিয়ে থেকে ড্রেসিংরুমে ফিরে আসে।

দ্বিতীয়ার্ধে মহামেডানের আক্রমণের তীব্রতা আরও বাড়ে। ফলস্বরূপ আরও ব্যাকফুটে সরে যায় জামশেদপুর। কিন্তু তাতে লাভ হয়নি। ম্যাচের ৭১তম মিনিটে দ্বিতীয় গোল পেয়ে যায় মহামেডান। দ্বিতীয় গোলটি করে ব্যবধান দ্বিগুণ করেন অভিষেক হালদার। এরপর ৭৫ মিনিট নাগাদ তৃতীয় গোল করে জামশেদপুরের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন শেখ ফৈয়াজ। ৩-০ ফলে ম্যাচ জিতে যুবভারতিতে সাদা কালো সমর্থকদের মনে ট্রফি জয়ের আশার আলো জ্বালালেন মার্কার্স জোসেফরা।


Reetabrata Deb

সম্পর্কিত খবর