‘এখন মুসলমান ভাড়ায় পাওয়া যায়, সাজাতে হয় না’, সাম্প্রদায়িক ইস্যুতে আক্রমণ সেলিমের

বাংলা হান্ট ডেস্কঃ মোদি জমানার সময় থেকে দেশে সাম্প্রদায়িক রাজনীতি যে মাথাচাড়া দিয়ে উঠেছে, সে বিষয়ে অতীতে বহুবার অভিযোগ করে আসে বিরোধী দলগুলি। সাম্প্রতিক সময়ে ধর্মকে কেন্দ্র করে খুন থেকে শুরু করে হিংসার ঘটনায় সরগরম হয়ে রয়েছে দেশের পরিস্থিতি। নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য হোক কিংবা বর্তমানে রাজস্থানের উদয়পুরে বছর চল্লিশের এক ব্যক্তিকে খুনের ঘটনা নিয়ে ধর্মীয় সম্প্রীতিতে ভেদাভেদ সৃষ্টি হয়ে চলেছে আর এবার এই প্রসঙ্গে মুখ খুললেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

এদিন পশ্চিম বর্ধমানে দলের একটি কর্মসূচিতে যোগদান করেন সেলিম। সেখানেই তিনি সাম্প্রদায়িক প্রসঙ্গকে উল্লেখ করে বলেন, “অতীতে আমরা দেখেছি গান্ধীকে খুন করার আগে নাথুরাম গডসে নিজেকে মুসলিম প্রমাণ করার জন্য কোন চেষ্টার খামতি রাখেনি। তবে শেষ পর্যন্ত তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। আরো একটি ঘটনার কথা আমি বলতে চাই; তখন কংগ্রেস আমল আর আমি সাংসদ হিসেবে কর্মরত ছিলাম। তৎকালীন সময় বিজেপি পার্টি অফিস বোমা মারা হয়। পরবর্তীকালে এই ঘটনায় প্রধান অভিযুক্তর বাড়িতে নকল দাড়ি এবং ফেজ টুপি রাখার ঘটনা সামনে আসে।”

এই ঘটনাগুলি উল্লেখ করে সিপিএম রাজ্য সম্পাদক বলেন, “আমি একবারও এটা বলতে চাইছি না যে, মুসলমানরা কিছু করে না। তবে এখনকার পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে, তাতে মানুষকে আর মুসলমান সাজাতে হয় না। তাদেরকে এখন ভাড়াতে পাওয়া যায়। আমাদের বাংলাতে তৃণমূল সরকারও একই কাণ্ড করে চলেছে। আপনারা সকলে সাবধান থাকুন।”

সেলিম আরো বলেন, “সাম্প্রদায়িক রাজনীতি বর্তমানে দেশে মাথাচাড়া দিয়ে উঠেছে। তাই এই সকল ঘটনা ঘটে চলেছে। তবে তালি কখনো এক হাতে বাজানো যায় না। এগুলি সব ষড়যন্ত্র। আরএসএস অতীতের সময় থেকেই এই কাজ করে চলেছে।”

SELIM

উল্লেখ্য, সম্প্রতি পয়গম্বর ইস্যুতে প্রাক্তন বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বক্তব্য থেকে শুরু করে রাজস্থানের উদয়পুরে এক ব্যক্তিকে নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে দেশজুড়ে সাম্প্রদায়িক ঐক্য অবনতির দিকে অগ্রসর হয়ে চলেছে আর এই পরিস্থিতিতে মহম্মদ সেলিমের বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।


Sayan Das

সম্পর্কিত খবর