‘সাম্প্রদায়িক আগুন নিয়ে খেলছে BJP’, মোমিনপুর কাণ্ডে সেলিম! একহাত নিলেন কলকাতা পুলিশকেও

   

বাংলা হান্ট ডেস্কঃ মোমিনপুর (Mominpur) হিংসার ঘটনায় এখনো পর্যন্ত বিতর্ক অব্যাহত। এই ঘটনার দুদিন পেরিয়ে গেলেও উত্তাল বঙ্গ রাজনীতি। একদিকে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়া তুলে ধরার মাধ্যমে প্রতিবাদ করে চলেছে ভারতীয় জনতা পার্টি (Bharatiya Janata Party), আবার অপরদিকে তাদের উদ্দেশ্যে কটাক্ষ করে দিয়েছে তৃণমূল (Trinamool Congress)। এই পরিস্থিতিতে অবশেষে মুখ খুললাম সিপিএম (Cpim) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammod Selim)।

গত শনিবার দুইটি গোষ্ঠীর সংঘর্ষের মধ্যে দিয়ে পরিস্থিতি ক্রমাগত উত্তপ্ত হতে শুরু করে মোমিনপুরে। পরবর্তীতে রবিবার সেই সংঘর্ষ আরো বৃদ্ধি পায় এবং পরবর্তীতে দোকান ও একাধিক বাইক ভাঙচুরের ছবি উঠে আসে সোশ্যাল মিডিয়ায়। এরপরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বাংলায়।

এই ঘটনায় ইতিমধ্যে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেছে বিজেপি শিবির। ঘটনার ছবি শেয়ার করার মাধ্যমে একের পর এক বিতর্কিত টুইট করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পরবর্তীতে মোমিনপুরের উদ্দেশ্যে রওনা দিলে বিজেপি নেতাকে আটক করে পুলিশ। বিতর্ক এখানেই থেমে থাকেনি। পরবর্তীতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজভবনে পৌঁছে যান এবং মোমিনপুরের হিংসার ঘটনা প্রসঙ্গে কেন্দ্রীয় বাহিনীর দাবি তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যপালকে চিঠি প্রদান করেন। আবার অপরদিকে বিজেপির এহেন কর্মকাণ্ডকে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে ঘাসফুল শিবির আর এবার অবশেষে মুখ খুললেন সিপিএম রাজ্য সম্পাদক মোঃ সেলিম।

কলকাতা পুলিশকে দায়ী করে সেলিম বলেন, “ধর্মীয় পতাকা লাগানো নিয়ে সংঘর্ষ শুরু হয়। সেই মুহূর্তে পুলিশ কেন ব্যবস্থা নিল না? পুলিশ ব্যবস্থা নিলে পরিস্থিতি এতটা উত্তপ্ত হতো না। এই ঘটনায় এক বড় পরিবহন ব্যবসায়ীর ছেলেকে প্রথমে আটক করে প্রশাসন, যিনি প্রায় ৪০ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহায়তা করে আসছেন। কিন্তু এরপর কার নির্দেশে এবং কেন অভিযুক্তকে ছেড়ে দেওয়া হল, পুলিশের কাছে সেই প্রশ্ন তুলছি।”

bbcbcbcb

পাশাপাশি এই ঘটনার সঙ্গে নোয়াখালির তুলনা করার জন্য বিজেপিকে এদিন একহাত নেন সিপিএম নেতা। তিনি বলেন, “পুলিশ অপদার্থতা করেছে আর সেই কারণে সাম্প্রদায়িক রাজনীতির কারবারীরা এর সঙ্গে নোয়াখালি এবং অন্যান্য ঘটনার তুলনা টেনে চলেছে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গুজব ছড়াচ্ছে বিজেপির আইটি সেল। মোমিনপুরে যা হয়েছে, পুলিশের জন্য। ওরা উৎসবের কাজে ব্যস্ত থাকার জন্য হিংসার ঘটনা ঘটেছে। তবে বিজেপি এক্ষেত্রে কেবলমাত্র হিংসা ছড়ানোর চেষ্টা করে চলেছে।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর