পাঞ্জাব বদ বাগানের! আইলীগে সবাইকে পিছনে ফেলে ছুটে চলেছে কিবু ভিকুনার অশ্বমেদের ঘোড়া।

সবাইকে পিছনে ফেলে দিয়ে আইলীগে দ্রুত গতিতে ছুটে চলেছে কিবু ভিকুনার অশ্বমেধের ঘোড়া। রবিবার কল্যানীতে আই লীগের ম্যাচে মুখোমুখি হয়েছিল লীগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা মিনার্ভা পাঞ্জাব এবং শীর্ষে থাকা মোহনবাগান। এই ম্যাচে মিনার্ভা পাঞ্জাব এফসিকে 1-0 ব্যবধানে হারিয়ে ম্যাচ জিতে নিয়েছে মোহনবাগান। এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে থাকা মোহনবাগান দ্বিতীয় স্থানে থাকা মিনার্ভা পাঞ্জাব এর থেকে নয় পয়েন্টে এগিয়ে গেল।

আই লিগের প্রথম লেগে লুদিয়ানায় গিয়ে মিনার্ভা পাঞ্জাব এর সাথে 1-1 গোলে ড্র করে এসেছিল মোহনবাগান আর দ্বিতীয় লেগে কল্যাণী স্টেডিয়ামে পাঞ্জাবকে 1-0 গোলে হারিয়ে টেবিলের শীর্ষস্থান আরও বেশি মজবুত করল মোহনবাগান। এইদিন কল্যাণীতে লীগ টেবিলের প্রথম এবং দ্বিতীয় স্থানে থাকা দুই দলের মধ্যে হওয়া ম্যাচ শুরু থেকেই বেশ জমজমাট ছিল। শুরু থেকেই একের পর এক আক্রমণ শুরু করে মোহনবাগান। তবে এইদিন বেইতিয়া, গঞ্জালেজ, পাপাদের আক্রমনের সামনে কিছুটা অসহায় মনে হচ্ছিল ডিপান্ডা ডিকাদের।

74047294

এইদিন খুবই হালকা আক্রমণের সুযোগ পাচ্ছিল পাঞ্জাবের স্ট্রাইকাররা। বারবার আক্রমণ করার চেষ্টা করলেও মোহনবাগান ডিফেন্স এর কাছে আটকে যেতে হচ্ছিল ডিকা-সঞ্জুদের। প্রথমার্ধের একেবারে শেষের দিকে অর্থাৎ 42 মিনিটের মাথায় পাপার গোলে এগিয়ে যায় মোহনবাগান। তারপর দ্বিতীয়ার্ধে নেমে গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে পাঞ্জাব। কিন্তু বারবার মোহনবাগান ডিফেন্স এর কাছে গিয়ে আটকে যেতে হয় তাদের। অপরদিকে এই ম্যাচে বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েছিল মোহনবাগান, কিন্তু সেই সমস্ত বল গোলে পরিনত করতে পারেনি মোহনবাগান দল। যদি সেগুলো গোলে পরিণত করতে পারতো তাহলে হয়তো এইদিন একাধিক গোলে জিততে পারতো মোহনবাগান দল। তবে শেষ পর্যন্ত বাবা দিওয়ালার একমাত্র গোলের সুবাদে কল্যাণী স্টেডিয়ামে মিনার্ভা পাঞ্জাব কে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করে ফেলল মোহনবাগান। এই মুহূর্তে 11 ম্যাচ খেলে 26 পয়েন্ট নিয়ে আইলীগে সবার উপরে মোহনবাগান তারপরেই রয়েছে মিনার্ভা পাঞ্জাব তাদের সংগ্রহ 11 ম্যাচে 17 পয়েন্ট।

Udayan Biswas

সম্পর্কিত খবর