মোহনবাগান আজীবন সদস্য পদ দিতে চলেছেন সদ্য নোবেল জয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে।

Published On:

মোহনবাগান ভারতবর্ষের অন্যতম প্রাচীন এবং শ্রেষ্ঠ ফুটবল ক্লাব। ভারতবর্ষের অনেক কিছু ঐতিহ্য জড়িয়ে রয়েছে এই মোহনবাগান ক্লাবকে ঘিরে। ভারত এবং বিশ্বের অনেক ফুটবল লিজেন্ড এই ক্লাবে খেলে গিয়েছেন। পেলে, মারাদোনা থেকে শুরু করে ভারতের বিভিন্ন সময়ের বিভিন লিজেন্ড ফুটবলার যেমন গোষ্ঠ পাল থেকে শুরু করে বাইচুন ভুটিয়া সহ বর্তমান ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী সকলেই এই ক্লাবে খেলে গিয়েছেন।

আর এই ঐতিহ্যবাহী ক্লাবের অপর এক ঐতিহ্য হল এই ক্লাব ভারতের বিভিন্ন মহান ব্যাক্তিদের আজীবন সদস্য পদ দিয়েছেন। কিছুদিন আগেই ভারতীয় ক্রিকেট দলের প্রাপ্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, বাংলা চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ নাট্য জগতের দেবশংকর হালদার কে আজীবন সদস্য পদ দিয়েছে মোহনবাগান।

আর এবার মোহনবাগান কর্তাদের তরফে জানানো হয়েছে এবার মোহনবাগান ক্লাবের তরফে আজীবন সদস্য পদ দেওয়া হবে সদ্য নোবেল পুরস্কার বিজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কে। উল্লেখ্য, সদ্য অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন এই অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।

সম্পর্কিত খবর

X