এবারের আইলীগে মোহনবাগানের অশ্বমেধের ঘোড়া দৌড়ে চলেছে। পরপর এগারো ম্যাচ অপ্রতিরোধ্য রয়েছে মোহনবাগান, আর আজ ইম্ফলে ট্রাউ এফসির বিরুদ্ধে নামতে চলেছে জসেবা বেইটিয়ারা। ইতিমধ্যে পরপর বেশ কয়েকটি ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে থেকে খেতাবি লড়াইয়ে অনেকটা এগিয়ে গিয়েছি মোহনবাগান। তবে আজকের ম্যাচ জিতে লিগ জয়ের আরও কাছে চলে যেতে চাইছেন ফ্রান গঞ্জালেজ, পাপা বাবাকারা ডিওয়ারারা।
তবে লিগ জয়ের ব্যাপারে এখনই কোন প্রকার মন্তব্য করতে রাজি নন মোহনবাগান কোচ কিবু ভিকুনা। ট্রাউ ম্যাচের আগে মোহনবাগান কোচকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন কবে কোন ম্যাচ জেতার পর আমরা জয়ী হবো এবং এরপর কাদের বিরুদ্ধে কোন পরিস্থিতিতে আমাদের ম্যাচ খেলতে হবে, এইসব ব্যাপারে আমি ভাবতে চাই না। এখন আমার মূল ফোকাস ট্রাউ ম্যাচের দিকে। এই ম্যাচ শেষ হওয়ার পরেই পরের ম্যাচে ফোকাস রাখবো। এখন থেকে লীগ জয়ের ব্যাপারে আমি কোনো রকম মন্তব্য করতে রাজি নয়।
কার্ড সমস্যার জন্য আশুতোষ মেহেতা এবং চোটের কারণে ড্যানিয়েল সাইরাস এই ম্যাচে খেলতে পারবেন না। আর সেই কারণেই তারা দলের সঙ্গে ইম্ফলে যাননি, তারা থেকে গিয়েছেন কলকাতাতে। ইতিমধ্যেই ইম্ফলে গিয়ে নিজেদের প্রথম অনুশীলন সেরে ফেলেছেন মোহনবাগান ফুটবলাররা, কারণ তারা ভালোভাবেই জানেন যে এই ম্যাচ জিততে পারলে লিগ জয়ের দিকে অনেকটাই এগিয়ে যাবে মোহনবাগান দল। সেই কারণেই এই ম্যাচ থেকে ফোকাস সরাতে চান না মোহনবাগান কোচ এবং ফুটবলাররা।