আজ কল্যানীতে চেন্নাইয়ের বিরুদ্ধে নামছে মোহনবাগান, জিতলেই মোটামুটি ভাবে চ্যাম্পিয়ন হয়ে যাবে মোহনবাগান।

অপ্রতিরোধ্য মোহনবাগান! এই মুহূর্তে মোহনবাগানের অশ্বমেধের ঘোড়া দ্রুত গতিতে এগিয়ে চলেছে আই লিগ জয়ের পথে। আর মাত্র কয়েকটা পয়েন্ট পেলেই আই লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে ভারতের শতাব্দী প্রাচীন জাতীয় ক্লাব মোহনবাগান। সেই লক্ষ্যেই আজ কল্যাণীতে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সিটি এফসির বিরুদ্ধে নামতে চলেছে কিবু ভিকুনার মোহনবাগান।

টানা বারো ম্যাচ অপরাজিত এবং টানা সাত ম্যাচ জিতে এই মুহূর্তে লীগ তালিকায় সবার শীর্ষে রয়েছে মোহনবাগান। ট্রফি জয়ের থেকে মাত্র কয়েক ধাপ দূরে থাকার সত্বেও মোহনবাগানের স্প্যানিশ কোচ কিবু ভিকুনা প্রতিপক্ষ চেন্নাই সিটি এফসিকে সমীহ করছেন। কিবু ভিকুনা বেশ সতর্ক গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে মাঠে নামার আগে।

মোহনবাগানের স্প্যানিশ কোচ কিবু ভিকুনা যতক্ষণ না পর্যন্ত ট্রাফি জিতেছেন তার আগে আত্মতুষ্টিতে ভুগতে চাইছেন না তিনি। আজকের ম্যাচে মোহনবাগানের প্রথম একাদশে বেশ কয়েকটি পরিবর্তন হতে পারে, কারণ চোটের কারণে মোহনবাগানের সেন্ট্রাল ডিফেন্ডার ড্যানিয়েল সাইরাস আজকের ম্যাচে খেলতে পারবেন না এছাড়াও কার্ড সমস্যার জন্য আজকের ম্যাচে নামতে পারবেন না কোমরন তুরসুনব।

IMG 20200305 092912

অপরদিকে খাতায় কলমে হিসাব করলে দেখা যাবে যদি আজকের ম্যাচ থেকে মোহনবাগান 3 পয়েন্ট তুলে নিতে পারে তাহলে বলা যায় 95 শতাংশ ট্রফি জিতে যাবে মোহনবাগান। অর্থাৎ আজকের ম্যাচ মোহনবাগান জিতে গেলেই হোলির আগেই বসন্ত উৎসবে মেতে উঠবে সবুজ-মেরুন সমর্থকরা এবং পুরো কল্যাণী স্টেডিয়াম ভরে উঠবে সবুজ মেরুন আবিরে।


Udayan Biswas

সম্পর্কিত খবর