বাংলা হান্ট ডেস্ক : এনআরসি ইস্যুতে বারবার সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। এনআরসির কৌটো ঢাকনি খুলেছে তখনই মুখে কুলুপ এঁটেছেন বিজেপির নেতা নেত্রীরা।যদি ওকে হিন্দু-মুসলিমের বাদ যাওয়া এবং থাকা নিয়ে মন্তব্য করেছেন কিন্তু তাও হিতে-বিপরীত হয়েছে। পশ্চিমবঙ্গে এনআরসি কতটা বাঞ্ছনীয় এবং তা হবে কিনা তা নিয়ে এখনো সন্দিহান জনমানুষ। এনআরসি নিয়ে আতঙ্কে এখনই বহু মানুষ আত্মহত্যা করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সকলকে আশ্বস্ত করেছেন যে এনআরসি হবেনা।
কিন্তু দিল্লিতে গিয়ে তার এনআরসি নিয়ে বিপরীত পন্থা দেখে অনেকেই আবার চক্ষু চড়কগাছ। এর মধ্যেই কলকাতায় এসে মোহন ভাগবত এনআরসি নিয়ে যে বক্তব্য রাখলেন অত্যন্ত ঘনিষ্ঠ মহলে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রুদ্ধদ্বার বৈঠকে তিনি উষ্মা প্রকাশ করে বলেন যে চূড়ান্ত এনআরসি তালিকা প্রকাশিত হওয়ায় আসাম থেকে হিন্দু বাঙালির নাম বাদ পড়া নিয়ে আলোচনা করা দরকার। সঙ্ঘপ্রধান আরো বলেন হিন্দুদের নাগরিকত্ব দেয়ার ব্যাপারে উদ্যোগ নিতে হবে।
এনআরসিতে বাদ পড়া হিন্দুদের নাগরিকত্ব প্রসঙ্গ উত্থাপনের সাথেসাথে বিজেপি সরকারের উদ্দেশ্যে তাঁর বার্তা, অন্য রাজ্যে এনআরসি চালু করার আগে এই বিষয়টি নিশ্চিত করা উচিত। অসমে বিজেপির কর্মীরা ভয়ে ভয়ে রয়েছেন। তাঁদের ভয় থেকে পরিত্রাণের জন্য বিজেপি সরকারের একটা বড় সিদ্ধান্ত নেওয়া উচিত।