বাংলাহান্ট ডেস্ক: রবিবার সম্পন্ন হল প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের (Abhishek Chatterjee) পারলৌকিক কাজ। আর এদিনই পথচলা শেষ হল তাঁর অভিনীত সিরিয়াল ‘মোহর’এরও (Mohor)। অভিষেকের আকস্মিক মৃত্যুর সঙ্গে সঙ্গে মৃত্যু ঘটেছে তাঁর অভিনীত চরিত্র আদিদেব স্যারেরও। অনস্ক্রিন বাবার ছবি সঙ্গে নিয়েই সিরিয়াল শেষ করেছেন শঙ্খ স্যার ওরফে প্রতীক সেন।
আচমকাই নিভে গিয়েছে অভিষেক চট্টোপাধ্যায়ের জীবন প্রদীপ। শেষদিনের আগেও মোহরের শুটিং করেছেন। কথা হয়েছে ‘ছেলে’ প্রতীকের সঙ্গে। তিনিই হঠাৎ করে নেই হয়ে গেলেন। মন ভারাক্রান্ত সেটের সকলেরই। কিছুদিন আগেই শেষ শুটিংয়ের ছবি ভাইরাল হয়েছিল মোহরের।
সিরিয়ালের থিম কেক কেটে শুটিং শেষ করা হয় এদিন। গোটা টিম ও কলাকুশলীরা তো উপস্থিত ছিলেনই। রাখা হয়েছিল প্রয়াত অভিষেক চট্টোপাধ্যায়ের ছবিও। রজনীগন্ধার মালা পরানো হয়েছিল অভিনেতার ছবিতে। দুপাশে ফুলের স্টিক। ফটোফ্রেমের মধ্যে থেকে হাসছেন অভিষেক। তাঁর ছবি মাঝে রেখে লেন্সবন্দি হয়েছিল গোটা টিম।
সিরিয়ালে আদিদেব চরিত্রটির মৃত্যু দেখিয়েই শেষ হয়েছে মোহর। শেষদিনে কয়েকটি জ্বলন্ত মোমবাতির ছবি শেয়ার করে আবেগঘন বার্তা দিয়েছেন প্রতীক। তিনি লিখেছেন, আপাতত এটুকুই থাক। ধন্যবাদ জানাই সকল দর্শক-বন্ধুদের। অনেক ধন্যবাদ স্টার জালসা… শ্রদ্ধা জানাই লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়কে। এত সুন্দর একটা গল্প ভাবার জন্য। আর সেখানে আমাকে নির্বাচন করার জন্য।
আমার সকল সতীর্থদের জন্য রইল অনেক ভালোবাসা। আর অনেক ভালোবাসা জানাই তাঁদের, যাঁদের অক্লান্ত পরিশ্রম ছাড়া এই ৭৮৩ পর্বের সমুদ্রে আমাদের জাহাজটা মাথা উঁচু করে থাকতে পারতো না…
https://www.instagram.com/p/Cb4jj7mOMmN/?utm_medium=copy_link
আজ ৩/৪/২০২২ দিনটা চিরস্মরণীয় হয়ে থাকবে। কাকতালীয়ভাবে আজ অভিষেক চট্টোপাধ্যায়ের শ্রাদ্ধ অনুষ্ঠান। আর আজই ‘মোহর’-এর অন্তিম পর্ব। খুব অদ্ভুতভাবে আজ মিঠুদাকে শেষবারের মতো পাবো। সকলের মাঝে লোকচক্ষুর আড়ালে থাকবে সে…তারপর তাঁরও অনন্ত যাত্রা শুরু হবে… সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন। সঙ্গে থাকবেন। দেখা হবে আবার। খুব তাড়াতাড়ি’।’