ফুটবল পায়ে ক্যালমা দেখিয়েছেন ‘মহাত্মা গান্ধী’, তাও আবার ব্রাজিলের দলের হয়ে, তাক লাগিয়েছেন বিপরীত দলকে!

বাংলাহান্ট ডেস্ক : ভারতের স্বাধীনতা ইতিহাসে মহাত্মা গান্ধীর (Mohotma Gandhi) নাম উল্লেখযোগ্য। ব্রিটিশদের দাসত্ব থেকে মুক্তি দিতে তিনিও অবিরাম চালিয়ে গেছেন আন্দোলন। বিশেষ করে অন্যায়ের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন ছিল তাঁর মূল অস্ত্র। যে আন্দোলনে সামনে থেকে দাঁড়িয়ে তিনি সমর্থন করেছেন। সকলের কাছে জাতির জনক বলেই পরিচিত। মহাত্মা গান্ধীর (Mohotma Gandhi) আন্দোলন, প্রতিবাদের কথা সকলেই জানেন। কিন্তু কি জানেন মহাত্মা গান্ধী ফুটবল খেলতে পারেন। কি শুনে অবাক হলেন? কিন্তু পায়ের তালেই তিনি এনেছেন একের পর এক গোল।

মহাত্মা গান্ধীর (Mohotma Gandhi) ফুটবল খেলা:

বিশ্বের অন্যতম শক্তিশালী টিমেই খেলেন মহাত্মা গান্ধী (Mohotma Gandhi)। তাও আবার এক, দুবছর নয়। গত ১৩ বছর ধরে খেলে আসছেন। ভাবছেন তো যে মানুষটি আমাদের মধ্যে নেই তিনি কি করে ফুটবল খেলতে পারেন? তবে এটা জানিয়ে রাখি স্বয়ং মহাত্মা গান্ধী (Mohotma Gandhi) অর্থাৎ আমাদের বাপু ফুটবল খেলছেন এমনটা নয়। এর পিছনে রয়েছে মজাদার কাহিনী। আসলে ব্রাজিলের মত শক্তিশালী ফুটবল দলের হয়ে খেলা করেন মহাত্মা গান্ধী নামের এক ফুটবলার।

আরো পড়ুন : ছবির কোন টেবিলটি বড়? শুধুমাত্র High IQ থাকলেই দিতে পারবেন সঠিক উত্তর! আপনার ঠিক হল ?

কে এই ফুটবলার মহাত্মা গান্ধী:

তথ্যসূত্র জানা গিয়েছে, ব্রাজিলের অন্যতম দাপুটে প্লেয়ার মহাত্মা গান্ধী (Mohotma Gandhi)। পুরো নাম মহাত্মা গান্ধী হেবারপিও মাটোস পাইরেস। ব্রাজিলের ত্রিনিদাদ ক্লাবের হয়ে খেলেন ৩২ বছর বয়সি এই মিডফিল্ডার। ১৯৯২ সালে ব্রাজিলে জন্ম এই ফুটবলারের। ২০১১ সাল থেকে ফুটবল জগতে তাঁর কেরিয়ার শুরু। একদশকের বেশি সময় ধরে তিনি ফুটবল খেলছেন। জানা যায়, প্রথম প্রথম খুব একটা খেলার সুযোগ পেতেন না। মাঠের বাইরেই দাঁড়িয়ে থাকতে হতো তাকে।

আরো পড়ুন : কেউ ছিলেন বেয়ারা, কেউ করেছেন বাস কন্ডাকটরি, বলিউডে জায়গা পাওয়ার আগে দুর্বিষহ জীবন কাটিয়েছেন এই তারকারা

তবে ২০১২ সালে প্রথম হেবারপিও মাটোসের জীবন ঘুরতে থাকে। এরপরই দলে খেলার সুযোগ পান তিনি। যদিও কেরিয়ারের শুরু হয়েছিল অ্যাটলেটিকো ক্লাব গোইয়ানিয়েন্সের হাত ধরে। তবে বর্তমানে তিনি খেলেন ত্রিনিদাদ অ্যাটলেটিকো ক্লাবের হয়ে। ফুটবল প্রেমিকদের কাছে তিনি অত্যন্ত পরিচিত একটি মুখ।

Mohotma Gandhi

তবে শুধু হেবারপিও একাই নন, ব্রাজিলে এমন অনেক প্লেয়ার আছেন যাদের নাম কোনো কোনো বিখ্যাত ব্যক্তির সাথে জড়িত। যেমন ধরুন – ফুটবলার পিকাচু, ফুটবলার মসকিউটো এমনি সব অদ্ভুত নাম। আর এমন নাম দেখে মাঝে মধ্যে জনতদের মধ্যেও বিভ্রান্তি সৃষ্টি হয়। এমন নামের তাৎপর্য অর্থ খুঁজতে থাকেন তারা। তবে শুধু ফুটবল নয় ক্রিকেটেও এমন অনেক নাম পাওয়া গিয়েছে যে নামের সাথে জড়িয়ে রয়েছে বড় বড় মানুষদের নাম। এই যেমন ক্রিকেটার শাহরুখ খান।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর