মোহনবাগান আই লিগ চ্যাম্পিয়ন। অফিশিয়ালি ভাবে এই মরশুম শেষ, তাই এবার ঘরে ফেরার পালা ফুটবলারদের। মোহনবাগান আই লিগ চ্যাম্পিয়ন হলেও করোনা ভাইরাসের কারনে গঞ্জালেস, বেইতিয়ারা আইলিগ ট্রফি নিয়ে সমর্থকদের সাথে আনন্দ উন্মাদনা উপভোগ করতে পারেননি। সেই কারণে কার্যত মন খারাপ তাদের। আর এই মন খারাপ নিয়েই কলকাতা শহর ছাড়তে হল মোহনবাগান ফুটবলারদের।
অনেকদিন ধরেই ভারতবর্ষে লকডাউন চলছে। এই লকডাউন এর মধ্যেও মরশুম শেষ না হওয়ার কারণে দেশে ফিরতে পারেননি মোহনবাগানের স্প্যানিশ ফুটবলাররা। অবশেষে কলকাতায় অবস্থিত স্প্যানিশ দূতাবাসের সাহায্যে বাড়ি ফেরার পথে মোহনবাগান ফুটবলাররা। এই প্রচেষ্টা কয়েকদিন আগে থেকে শুরু করা হয়েছিল অবশেষে আজ সেটা পূরণ হল। লকডাউনের মধ্যে কার্যত নিঃশব্দে কলকাতা ছাড়লেন মোহনবাগানের স্প্যানিশ ফুটবলাররা। তবে এর মধ্যেও মোহনবাগান ফুটবলারদের হোটেলে গিয়ে তাদের সাথে সৌজন্য বিনিময় করে আসেন মোহনবাগান কর্তারা, সেটাতে সত্যিই অভিভূত স্প্যানিশ ফুটবলাররা।
লকডাউন এর মধ্যেও স্পেনের ফুটবলারদের দেশে ফেরানোর জন্য কলকাতায় থাকা স্প্যানিশ দূতাবাস তাদের দেশের সরকারের সাথে কথা বলেন। সরকার রাজি হয়ে যাওয়ার পরে তাদের দ্রুত দেশে ফেরাতে উদ্যোগী হন স্পানিশ দূতাবাস। আর সেই কারণে আজ কলকাতা শহর থেকে একই বাসে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ফুটবলাররা। স্প্যানিশ ফুটনলাররা সড়ক পথে কলকাতা থেকে প্রথমে দিল্লি যাবেন তারপর সেখান থেকে বিমান ধরে পাড়ি দেবেন নিজের নিজের দেশে।