মোহানবাগানের নয়নের মনি ব্যারেটো। এই ব্যারেটোকে ছাড়া গঙ্গাপারের ক্লাবকে ভাবায় যায় না। এক সময় মোহনবাগান ক্লাবের জন্য নিজেকে পুরোপুরি ভাবে উৎসর্গ করে দিয়েছিলেন এই বিদেশি। মোহনবাগান সমর্থকরা তাকে ভালোবেসে সবুজ তোতা বলে ডাকেন। এখন তার সেই ক্লাব নতুন পরিচিতি পেয়েছে। বদল এসেছে নামে, বদলেছে ফুটবল মঞ্চও কিন্তু মোহনবাগানের আবেগে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি।
এইদিন নিজের পুরোনো ক্লাবের নতুন পরিচয় নিয়ে খোলামেলা আলোচনা করলেন ব্যারেটো। সবুজ- মেরুন জার্সি থেকে ইস্ট-মোহন ডার্বি নানা প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন সবুজ তোতা। এটিকে-মোহনবাগান গাঁটছড়া নিয়ে ব্যারেটো বলেছেন সেই 2013-14 মরশুম থেকে মোহনবাগান সমর্থকরা অপেক্ষা করেছিল আইএসএল খেলার জন্য। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। এতে একজন মোহনবাগান সনর্থক হিসাবে আমি দারুন খুশি।
এছাড়াও মোহনবাগানের লোগো এবং জার্সি প্রসঙ্গে ব্যারেটো বলেছেন যে কোন ক্লাবের কাছে লোগো হচ্ছে অত্যন্ত আবেগের। মোহনবাগান ক্লাব কর্তারা এটিকের সাথে গাঁটছড়া বেঁধেও যে নিজেদের জার্সি রং এবং লোগো অক্ষুন্ন রাখতে পেরেছে এটা তাদের একটা বিরাট সাফল্য। এছাড়া কলকাতা ডার্বি প্রসঙ্গে ব্যারেটো বলেছেন, ইস্ট-মোহন ডার্বি যে কোন মঞ্চেই আকর্ষণীয়। আমার বিশ্বাস মোহনবাগান যেভাবে আইএসএলে যোগদান করলো খুব তাড়াতাড়ি কলকাতার অপর প্রধান ইস্টবেঙ্গলও আইএসএলে চলে আসবে। তখন ইস্টবেঙ্গল- মোহনবাগান ডার্বি আরো আকর্ষণীয় হবে।