বাংলা হান্ট নিউজ ডেস্ক: গত শনিবার সন্ধ্যায় হাড্ডাহাড্ডি ফাইনালে বেঙ্গালুরু এফসিকে (Bengaluru FC) টাইব্রেকারে হারিয়ে আইএসএল (ISL 2022/23) চ্যাম্পিয়ন হয়েছিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। তারপর সবুজ মেরুন ভক্তদের খুশি আরও দ্বিগুণ করে দিয়েছিলেন ফুটবল দলটির মালিক সঞ্জীব গোয়েঙ্কা (Sanjib Goenka)। তিনি ঘোষণা করেছিলেন যে আসন্ন মরশুম থেকে আর এটিকে নামটা বয়ে বেড়াতে হবে না মোহনবাগানকে। পরের মরশুম থেকে মোহনবাগান সুপার জায়ান্টস (Mohun Bagan Super Giants) নাম নিয়ে এই প্রতিযোগিতার মাঠে নামবে তারা।
এই ঘোষণা সমর্থকদের আনন্দ দ্বিগুণ করে দিয়েছিল। ট্রফি জয়ের পরের দিন শহরে ফিরে সকল ফুটবলার এবং কোচকে নিয়ে যাওয়া হয়েছিল গোয়েঙ্কা হাউসে এবং সেখানে প্রাথমিক উদযাপন ছাড়া হয়। এর পরের দিন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মোহনবাগান মাঠে এই ট্রফিটি সমর্থকদের সামনে উপস্থিত করা হয় এবং আপাতত ট্রফিটি এক সপ্তাহ মোহনবাগান ক্লাবেই থাকবে। তারপর রাখার জায়গার অভাবের কারণে সেটিকে হয়তো আরপিএসজি অফিসেই রাখা হবে। কারণ মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন যে ক্লাবে অত বড় ট্রফি রাখার মত প্রয়োজনীয় জায়গা নেই।
সেই সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে খোঁচা মারতেও ভুলে যাননি তিনি। তিনি প্রথমে জানিয়েছেন যে ফুটবল দল তৈরির ব্যাপারে ক্লাব অফিসিয়াল কোন হাত না থাকলেও ২২ বছর পর তাদের তৈরি হকি দল নিয়েই চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান যা আইএসএল জয়ের সাফল্যের চেয়ে কোন অংশেই কম নয়। এরপর তিনি বলেছেন যে আজকাল সমর্থকরা অনেকেই বলেছেন ‘ডার্বি মানেই হারবি’। ওদের যদি এই কথা শুনতে ভালো না লাগে তাহলে যা করণীয় সেটা করার সময় এসে গিয়েছে।
তিনি আরও বলেছেন, “মোহনবাগান যে প্রতিবার আইএসএল চ্যাম্পিয়ন হবে এমনটা নয়। তাই সকলকে এগিয়ে আসতে হবে আর ট্রফিটা যাতে বাংলাতেই থাকে সেই ব্যাপারটা সুনিশ্চিত করতে হবে। শুনলাম নাকি ওরা সালমান খান নাইট করছে বড় করে। এগুলো ভালো কিন্তু ইস্টবেঙ্গল ও মোহনবাগানের পরিচয় হচ্ছে ফুটবলের জন্য কাজেই সেই জিনিসটার দিকেও ঠিকঠাকভাবে নজর রাখতে হবে।”
এরপর তিনি মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ তুলে এনেছেন পড়শী ক্লাবকে খোঁচা দেওয়ার জন্য। তিনি বলেছেন, “মুখ্যমন্ত্রী বলেছেন গতকাল ওদের দল তৈরি করতে দেরি হয়েছিল তাই খারাপ ফলাফল হয়েছে যেটা হয়তো খুব একটা ভুলও নয়। কিন্তু এবার তো শুরু থেকেই ওরা সময় পাচ্ছে। এবার দেখা যাক কতদূর কি করতে পারে।”