বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল ইডেন গার্ডেন্সে (Eden Gardens) মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং লখনৌ সুপার জায়ান্টস (LSG)। সেই ম্যাচে রিঙ্কু সিংয়ের ব্যাটে ভর করে মরিয়া লড়াই করেও শেষ পর্যন্ত মাত্র এক রানের ব্যবধানে হার মানতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। কাল যদিও ম্যাচের দ্বিতীয় ইনিংসের ৮ ওভার শেষ হওয়ার পরেই কলকাতার প্লে অফে পৌঁছনোর সম্ভাবনা শেষ হয়ে গিয়েছিল।
গতকাল সবুজ মেরুণ জার্সি গায়ে চাপিয়ে ইডেনে নেমেছিল ক্রুনাল পান্ডিয়ার এলএসজি। আইএসএল জয়ী এটিকে মোহনবাগানকে সম্মান জানাতে এই বিশেষ উদ্যোগ নিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কারা। মোহনবাগানের মতো রঙে মাঠে নামায় অনেকেই সমর্থন করছিলেন তাদের। কিন্তু কাল মাঠে যেতে ইচ্ছুক কিছু মোহনবাগানে সমর্থকের সঙ্গে কেকেআর ম্যানেজমেন্ট যে ব্যবহার করেছে তা নিয়ে অনেকেই সন্তুষ্ট নন। মোহনবাগান ক্লাবের ফ্যান পেজ থেকে এই ঘটনার বিস্তারিত বিবরণ জানানো হয়েছে।
মেরিনার্স এরিনা নামের ওই ফ্যান পেজ থেকে বলা হয়েছে, “আজকে Mariners’ Arena মোহনবাগান তাঁবু থেকে এক শোভাযাত্রা বের করে ইডেন পর্যন্ত, ফ্লেক্স, টিফো ও মোহনবাগান স্কার্ফ, পতাকা ও টি শার্ট পরে মেম্বাররা লখনৌ সুপার জায়ান্টস ও মোহনবাগান এসজি চেয়ারম্যান ডঃ সঞ্জীব গোয়েঙ্কাকে ধন্যবাদ দিয়ে স্লোগান তোলা হয়।প্রেস মিডিয়ার উপস্থিতিতে ইডেনের গেটে মিছিল ভেঙে যখন গেটে প্রবেশ করতে যাওয়া হয় তখনই ছন্দপতন হয়। পুলিশ প্রশাসন কিছু না বললেও কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজারের থেকে নিযুক্ত সিকিউরিটি মোহনবাগান লোগো সম্বলিত কোনও কিছু নিয়ে মাঠে ঢুকতে বাধা দেয়।”
ওই ফ্যানপেজটি আরও জানায় যে, “বহু তর্কাতর্কির পরেও কোনো সুরাহা না হওয়ায় সব রেখে তাদের ইডেনে ঢুকতে হয়। অনেক কেকেআর সমর্থক একদিনের জন্যে সঞ্জীবাবুর সম্মানে লখনৌকে সাপোর্ট করলেও তারা ভেবেছিলো পরের ম্যাচে কেকেআরে ফিরে আসতো। কিন্তু যা হলো তারপর কেকেআরকে সাপোর্ট করার আগে দুইবার ভাববে মোহন জনতা।”