বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অবশেষে থামলো মোহনবাগান সুপারজায়ান্টসের (Mohun Bagan Super Giants) বিজয় রথ। আজ ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে এএফসি কাপের (AFC Cup) ম্যাচে সবুজ মেরুণ শিবির ২-২ ফলে ড্র করলো বাংলাদেশের জনপ্রিয় ক্লাব বসুন্ধরা কিংসের বিরুদ্ধে। চলতি মরশুমে ডুরান্ড, আইএসএল এবং এফসি কাপ মিলিয়ে টানা ৮ ম্যাচ জয়ের পর আজ প্রথম পয়েন্ট নষ্ট করলো সবুজ-মেরুণ বাহিনী।
আজ সবুজ মেরুণ শিবিরের হয়ে গোল করেন দিমিত্রি পেট্রাটোস এবং আশীষ রাই। বাংলাদেশের ক্লাবটির হয়ে দুটি গোল করেন ডোরিয়েন্টিনিও এবং রবসন। প্রথমার্ধে চরম ভুল সিদ্ধান্তও নিতে দেখা যায় ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারিকে। নয়তো ম্যাচের ফল অন্যরকমও হতে পারতো।
তবে আজ বসুন্ধরার দুটি শটও পোস্ট এবং বারে লাগে। শটগুলি টার্গেটে থাকলে রেজাল্ট অন্যরকম হতেই পারত। তবে ম্যাচের শেষ লগ্নে আনোয়ারের চোট চিন্তা বাড়ালো মোহনবাগান ভক্তদের।
আজ ম্যাচের ২৯ মিনিটে গোলমুখ খুলেছিলেন পেট্রাটোস। কিন্তু তার ঠিক ৪ মিনিটের মধ্যে সমতা ফিরিয়েছিলেন ডোরিয়েন্টিনিও। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে ২-১ করে দিয়েছিলেন আশীষ। অনেকেই ভেবেছিলেন এটা ম্যাচ উইনিং গোল হতে পারে। কিন্তু ৭০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রবিনহো সমতা ফেরান।
তবে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখে খুশি ভক্তরা। প্রায় ১৭ দিন পর দল মাঠে নেমে যে লড়াই করতে পেরেছে দুর্দান্তভাবে, সেটা সন্তুষ্ট করছে অনেক সমর্থককে। আপাতত ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের শীর্ষে মোহনবাগান।