প্রত্যাশা মতই মোহনবাগানের আইলিগ চ্যাম্পিয়নে সিলমোহর দিল সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন। এমনটা আগেই প্রত্যাশা করা হয়েছিল সেই প্রত্যাশা মতোই মঙ্গলবার ফেডারেশনের তরফে সরকারি ভাবে মোহনবাগানকে আইলিগ চ্যাম্পিয়ন বলে ঘোষনা করে দেওয়া হল।
ফেডারেশনের লীগ কমিটি গুলি চলতি আইলীগের ভবিষ্যৎ ঠিক করবার জন্য একটি বৈঠকে বসেছিল। সেই বৈঠকে সব দল গুলি মিলে ঠিক করা হয় যে, দেশজুড়ে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে চলতি আইলীগে আর কোনো ম্যাচ হবে না। এবারের মত আইলিগ এখানেই স্থগিত করে দেওয়া হোক। সেই সাথে ঠিক হয় মোহনবাগান কে যেন এবারের আইলীগ চ্যাম্পিয়ন ঘোষণা করে দেওয়া হয়।
ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটি লীগ কমিটি গুলির পাঠানো প্রস্তাবেই সম্মতি জানালো। এএফসির তরফে ফের একবার মোহনবাগান কে আইলিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে। তবে চ্যাম্পিয়ন্সন ঘোষনা করা হলেও মোহনবাগানের হাতে কবে আইলিগ ট্রফি উঠবে সেই ব্যাপারে নিশ্চিত ভাবে কিছুই জানানো হয় নি ফেডারেশনের তরফে। এবারের আইলীগে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করা হলেও এবার থাকছে না কোনো রানার্স, কোনো অবনমন। এছাড়াও আইলিগের সেরা ফুটবলার, গোলকিপার, স্ট্রাইকার, ডিফেন্ডার এই কোন পুরস্কারই এই বছর থাকছে না।