কলকাতা লিগেও নতুন নামে নামতে চলেছে মোহনবাগান।

কয়েকদিন আগেই এটিকের সাথে সংযুক্তিকরণ করেছে মোহনবাগান। তারপর থেকে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছিল যে এবারের কলকাতা লিগে মোহনবাগান কি নামে খেলবে? কারণ আইএফএ তে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব নামেই নথিভুক্ত রয়েছে মোহনবাগান। অপরদিকে কলকাতা লিগে এটিকের নিজস্ব দলও রয়েছে। অবশেষে সমস্ত জল্পনার অবসান। এবার থেকে কলকাতা লিগেও এটিকে- মোহনবাগান নামেই খেলতে চলেছে মোহনবাগান।

এটিকে- মোহনবাগানের তরফে তাদের নতুন নাম নথিভুক্ত করার জন্য ইতিমধ্যেই বেঙ্গল ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছে তারা। এক্ষেত্রে নিয়ম হচ্ছে গভর্নিং বডি তাদেরকে সভা ডেকে এই বিষয়ে তাদের মতামত জানাবেন। কিন্তু করোনা ভাইরাসের কারণে এই মুহূর্তে গভর্নিং বডির কোন প্রকার সভা অনুষ্ঠিত হবে না। সেই কারণে ই-মেল মারফত গভর্নিং বডির প্রত্যেক সদস্য তাদের মতামত জানিয়ে দেবেন আইএফএ কে।

1473984824ba03ba72c03315141b0192a20d80ae522807884243dbeb02fa3e4bda4199891

এটিকে মোহনবাগানের নতুন নাম নথিভুক্ত করার পাশাপাশি বাংলার ফুটবলের আরো উন্নতির জন্য জার্মানির একটি ফুটবল ক্লাবের সাথে গাঁটছাড়া বাঁধতে চলেছে আইএফএ।


Udayan Biswas

সম্পর্কিত খবর