ফের রাজনীতির রং লাগলো গঙ্গা পাড়ের ক্লাবে, মোহনবাগানের সহ-সভাপতি নিযুক্ত হলেন কুণাল ঘোষ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মোহনবাগান ক্লাবে রাজনৈতিক যোগ। বুধবার অনুষ্ঠিত নতুন কার্যকরী কমিটির প্রথম বৈঠকে ক্লাব সভাপতির নাম ঘোষণা করার কথা ছিল। কিন্তু সেই ঘোষণা স্থগিত রাখা হয়েছে। এইমুহূর্তে পুরনো সভাপতি টুটু বসু শারীরিক ভাবে সুস্থ নন। তার জায়গায় নতুন কাউকে সভাপতির পদে আনা হবে কিনা সেটা পরিস্কার করা হয়নি। কিন্তু ক্লাবের সহ সভাপতির পদে নিযুক্ত করা হল তৃণমূলের মুখপাত্র ও প্রাক্তন সাংবাদিক কুণাল ঘোষকে।

আগে থেকেই ছয়জন সহ সভাপতির মধ্যে অরূপ রায়, অসিত চ্যাটার্জি এবং মলয় ঘটকের নাম মনোনীত ছিল। এর সঙ্গে যুক্ত হলো রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ ভাবে যুক্ত কুণাল। যদিও এই বিতর্কের প্রসঙ্গে মোহন বাগান ক্লাব সচিন দেবাশিষ দত্ত বলেছেন, “রাজনীতির রং দেখে কাউকে সামিল করা হয়নি। রাজনীতিবিদটাই ইনাদের একমাত্র পরিচয় নয়। এরা সকলেই মন থেকে মোহনবাগানি। তাই ক্লাবে রাজনীতির রং লাগার প্রশ্নই নেই।”

kunal ghosh 1 1

যদিও বসু পরিবারের কাউকে কোনও পদ না দেওয়া নিয়ে তিনি কোনও মন্তব্য করেননি। নতুন সভাপতি না নির্বাচিত হওয়া প্রসঙ্গে তিনি বলেছেন, “আমাদের অনেকগুলো ইস্যু নিয়ে ভাবতে হবে। সেইসঙ্গে টুটু বসু যিনি মোহনবাগান ক্লাবের সাথে অন্তরঙ্গ ভাবে যুক্ত, তার সেরে উঠার ব্যাপারটাও দেখতে হবে। তাকে ছাড়া এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা স্থগিতই রাখা হলো।”

আজকের কার্যকরী কমিটির বৈঠকে ইয়ুথ ডেভেলপমেন্ট বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া এপ্রিল মাসে এএফসি কাপের ম্যাচে এটিকে মোহনবাগান সমর্থকদের বিনামূল্যে টিকিট দেওয়ার বিষয়টিও জানানো হয়েছে। মোহনবাগান ক্লাব তাঁবু থেকেই সংগ্রহ করতে হবে টিকিট। বুধবার কমিটির প্রথম বৈঠকে ২২ জন সদস্যই উপস্থিত ছিলেন। নতুন সচিব দেবাশিস দত্ত এবং কমিটিকে শুভেচ্ছা জানাতে ক্লাবে এসেছিলেন হোসে রামিরেজ ব্যারেটোও।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর