মাঠে গিজগিজ করছে তৃণমূল! ময়দান আর সুবিধার নয়, বোমা ফাটালেন সুব্রত ভট্টাচার্য্য

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সুব্রত ভট্টাচার্য নামটা শুনলে আজও বর্তমান যুগের মোহনবাগান সমর্থকদের মাথাও শ্রদ্ধায় নত হয়ে যায়। সবুজ মেরুন ক্লাবের ঘরের ছেলে তিনি। খেলোয়াড় এবং কোচ হিসেবে দীর্ঘদিন ক্লাবের সঙ্গে সময় কাটিয়েছেন। তিনি বরাবরই বিতর্কিত মন্তব্য সকলের সামনাসামনি করতে দ্বিধা করেন না। এবারও তিনি এমনই একটি মন্তব্য করেছেন যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন শুরু হয়েছে।

বরাবরের ঠোঁটকাটা, স্পষ্টবাদী ও মোহনবাগান সমর্থকদের প্রিয় বাবলুদা জানিয়েছেন যে তিনি বর্তমানে কলকাতা ফুটবলে যা চলছে তা দেখে হতাশ। কলকাতা ফুটবল আর আগের মত প্রাণবন্ত নেই এমনটা তিনি নিজের কথার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন।

সেই সঙ্গে তিনি বর্তমান শাসকদলের ক্লাবগুলিতে অতিরিক্ত নাক গলানোর বিষয়টি একেবারেই পছন্দ করছেন না। ক্লাবের ব্যাপারে কোনরকম রাজনৈতিক হস্তক্ষেপ তার একদমই পছন্দ নয়। তার মতে এটা সেই অসংখ্য কারণ গুলোর মধ্যে একটি যার জন্য বাংলার ফুটবলে আর নতুন করে প্রতিভার উন্মেষ ঘটছে না, বা ঘটলেও সেগুলি নজরে আসছে না।

তিনি আরো মনে করেন যে ক্ষমতার বলে বর্তমান শাসকদলের চারা ক্লাবগুলোর বিষয়ে মাথা ঘামাচ্ছেন তারা যদি ফুটবলটা বুঝতেন তাহলেও হয়তো কোনও লাভ হওয়ার সম্ভাবনা থাকতো। কিন্তু একটা বড় সংখ্যার তৃণমূল সমর্থকরা ফুটবলের কিছুই বোঝেন না বলে বিশ্বাস করেন তিনি। তাই এখন মাঠ বা ময়দানে যেতে তার ভালো লাগে না বলে জানিয়েছেন সুব্রত বাবু।

এই বক্তব্যটা অবশ্যই যে শুধুমাত্র তার ব্যক্তিগত এমন নয়। বহু ইস্টবেঙ্গল বা মোহনবাগান সমর্থকদেরও যে একই বক্তব্য রয়েছে, তা শোনা যাবে সোশ্যাল মিডিয়ায় বা তাদের আড্ডায় কান পাতলে। ক্লাবের সঙ্গে শাসকদলের কর্মীদের যুক্ত হয়ে ক্ষমতা প্রদর্শন বা প্রভাব খাটানোর বিষয়টি অনেকেই ভালো চোখে দেখছেন না।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর