কথা দিয়ে কথা রাখলেন মোহনবাগান ক্লাব কর্তারা। প্রতিশ্রুতি অনুযায়ী মোহনবাগান ফুটবলার, সাপোর্ট স্টাফদের চ্যাম্পিয়নশিপের বোনাস দিয়ে দেওয়া হল। এই মুহূর্তে সারা বিশ্বজুড়ে ব্যাপক আকার ধারণ করেছে করোনা পরিস্থিতি, তারই মধ্যে মোহনবাগান ক্লাব কর্তারা আইলিগ জয়ের জন্য কোচ, ফুটবলারদের মিটিয়ে দিল চ্যাম্পিয়নশিপের বোনাস। শুধুমাত্র কোচ, ফুটবলার, সাপোর্ট স্টাফদেরই নয় সেই সাথে বোনাস দেওয়া হয়েছে ক্লাবের মালি এবং অফিস স্টাফদেরও।
কয়েকদিন আগেই মোহনবাগান ক্লাব কর্তারা আশ্বাস দিয়েছিলেন যে, ফেডারেশনের তরফে মোহনবাগান ক্লাবকে আইলিগ জয়ের পুরস্কার মূল্য দিলেই ফুটবলারদের বোনাস মিটিয়ে দেবে তারা। গত সপ্তাহেই এআইএফএফ আই লিগ জয়ের পুরস্কার মূল্য পাঠিয়ে দিয়েছে মোহনবাগান ক্লাব কর্তাদের। আর তাই দেরি না করে বুধবারই মোহনবাগান ফুটবলার, কোচ সহ সকলের বোনাসের টাকা মিটিয়ে দিলেন মোহনবাগান ক্লাব কর্তারা।
কোচ কিবু ভিকুনার সঙ্গে কথা বলে এই আইলিগে কোন ফুটবলার কতক্ষণ ম্যাচ টাইম খেলেছেন সেই ভিত্তিতে ফুটবলারদের পাঁচটা গ্রেডে ভাগ করে এই পুরস্কার মূল্য দেওয়া হয়েছে। এই আইলিগে একটাও ম্যাচ না খেলার সুবাদে সবচেয়ে নিচের গ্রেডে ছিলেন মোহনবাগানের দীর্ঘদিনের গোলকিপার শিল্টন পাল। তবে মোহনবাগান এর সাথে 14 বছরের সম্পর্ক থাকার জন্য শিল্টনকে আলাদা করে স্পেশাল বোনাস দেওয়ার কথা জানিয়েছেন মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষ।