বাতিল হয়ে যাওয়া ডার্বি ম্যাচের টিকিটের টাকা ফেরৎ চেয়ে ইস্টবেঙ্গলকে কড়া চিঠি দিল মোহনবাগান।

করোন ভাইরাসের কারণে আইলীগের যে ফিরতি ডার্বি হওয়ার কথা ছিল 15 ই মার্চ সেটি স্থগিত করে দেয় ফেডারেশন। তারপরে করোনা ভাইরাস দেশজুড়ে ভয়াবহ আকার ধারণ করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে সমগ্র দেশজুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। এর ফলে বাতিল হয়ে গিয়েছে আই লিগের বাকি ম্যাচগুলো, সেই সাথে বাতিল হয়ে গিয়েছে আই লিগের কলকাতা ডার্বি। পয়েন্ট টেবিল অনেক এগিয়ে থাকার সুবাদে আইলিগ দলগুলির সাথে বৈঠক করে ফেডারেশনের তরফে এই বছর আইলিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে মোহনবাগানকে।

আইলিগের বাকি ম্যাচ গুলি বাতিল হয়ে যাওয়ার ফলে বাতিল হয়ে যায় এবারের আইলীগের ফিরতি ডার্বি। তারপরে মোহনবাগান কর্তারা কোয়েস ঈস্টবেঙ্গলের অন্যতম কর্তা সঞ্জিত সেনকে চিঠি দিয়ে জানতে চেয়েছেন যে ডার্বির টিকিটের মূল্য কবে ফেরত দেওয়া হবে? মোহনবাগান কর্তারা দাবি করেছেন যে এই ম্যাচ ঘিরে উত্তেজনা ছিল দেখার মত। সেই কারণে 15 ই মার্চ ম্যাচ হওয়ার কথা থাকলেও তার অনেক আগে থেকে টিকিট কিনে রেখেছিল মোহনবাগান সমর্থকরা। সেই কারণেই ম্যাচ বাতিল হয়ে যাওয়ার ফলে টিকিটের মূল্য ফেরত চেয়ে ঈস্টবেঙ্গলকে চিঠি দিল মোহনবাগান।

2567917301224b2d625514879e237faa949c3fde1e8588a2aaa60aca04363cea90a1f3b7f

ডার্বি ম্যাচের আগেই আই লিগ চ্যাম্পিয়ন হয়ে যায় মোহনবাগান। সেই কারণে মোহনবাগান সমর্থকরা খোলা মনে ডার্বি ম্যাচ উপভোগ করতে চেয়েছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে ডার্বি ম্যাচটি বাতিল হয়ে যাওয়ার পরে টিকিট কাটা অর্থ ফেরত পেতে খুবই অসুবিধার মধ্যে পড়তে হয় মোহনবাগান ফুটবল সমর্থকদের। সেই কারণে বাধ্য হয়ে মাঠে নামে মোহনবাগান কর্তারা এবং তারা ইস্টবেঙ্গলকে ডার্বি ম্যাচের টিকিট ফেরত চেয়ে চিঠি দেয়।

Udayan Biswas

সম্পর্কিত খবর