আইলিগ জয়ী ফুটবল ক্লাব মোহনবাগান তাদের কোচ এবং সমস্ত ফুটবলারদের বেতন মিটিয়ে দিল। করোনা ভাইরাসের কারণে বেতন নিয়ে একটা ছোট্ট সমস্যা দেখা দিয়েছিল মোহনবাগান ক্লাবে। কিন্তু সেই সমস্ত সমস্যা সমাধান করে দিল মোহনবাগান ক্লাব কর্তারা। ফুটবলারদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার জন্য দিনক্ষণ ঠিক করে দিয়েছিলেন মোহনবাগান ক্লাব কর্তারা। তবে নির্ধারিত সময়ের অনেক আগেই ফুটবলার, কোচ এবং সাপোর্ট স্টাফদের 100% বেতন মিটিয়ে মোহনবাগান ফুটবল ক্লাব।
মোহনবাগান- এটিকে তাদের প্রথম বোর্ড মিটিংয়ে বসতে চলেছে আগামী শুক্রবার। তার আগেই ফুটবলারদের যাবতীয় বকেয়া বেতন মিটিয়ে দিলেন মোহনবাগান ক্লাব কর্তারা। কোচ ফুটবলার সহ সাপোর্ট স্টাফ যাদেরই বেতন বকেয়া ছিল সেই সমস্ত বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হয়েছে মোহনবাগান ক্লাবের তরফে।
করোনা পরিস্থিতির মধ্যে কয়েকদিন আগে মোহনবাগান ফুটবল ক্লাবের তরফে তাদের সমস্ত ফুটবলারদের এসএমএস করে জানিয়ে দেওয়া হয়েছিল দুই কিস্তিতে তাদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হবে। হিসাব মত 16 ই জুন প্রথম কিস্তির টাকা মিটিয়ে দেওয়া হয়েছে এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার শেষ দিন ছিল 20 জুলাই কিন্তু তার অনেক আগেই ফুটবলারদের বকেয়া বেতন মিটিয়ে দিল মোহনবাগান ক্লাব কর্তারা। চুক্তি অনুযায়ী প্রত্যেকটি ফুটবলারের পুরো টাকা মিটিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।