টানা দ্বিতীয় জয়! ইস্টবেঙ্গলের সুবিধা করে দিয়ে ঘরের মাঠে ফের বেঙ্গালুরুকে হারালো মোহনবাগান

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2023/24) দ্বিতীয় ম্যাচেও হুগো বুমোর (Hugo Boumous) গোলে দুর্দান্ত জয় মোহনবাগান সুপার জায়ান্টসের (Mohun Bagan)। আজকের ম্যাচে গতবারের চ্যাম্পিয়নরা মুখোমুখি হয়েছিল গতবারের আইএসএল রানার্সআপ বেঙ্গালুরু এফসির (Bengaluru FC)। ঘরের মাটিতে সবুজ মেরুন শিবিরই যে ফেভারিট ছিল তা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। দাপট দেখিয়ে না হলেও শেষপর্যন্ত ১-০ ফলে জয় পেয়েছে মেরিনার্সরা।

মোহনবাগানের দলটি এতটাই বেশি তারকা সমৃদ্ধ যে একটা নির্দিষ্ট দিনে সবকিছু পরিকল্পনামাফিক না গেলেও ব্যক্তিগত দক্ষতা দিয়ে দলের খেলোয়াড়রা ম্যাচ জিতিয়ে দিতে পারেন। আজ ঠিক তেমনটাই হয়েছে। প্রথমার্ধে দুই দলের মধ্যে তুল্যমূল্য লড়াই হয়েছে। বেঙ্গালুরু হয়তো যে সুযোগগুলি তৈরি করেছিল সেগুলি আরো স্পষ্ট ছিল। তবে মোহনবাগান কি এগিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন লিস্টন কোলাসো এবং জেসন কামিন্স। লিস্টন নিজের শর্ট টার্গেটে রাখতে পারেননি। অস্ট্রেলিয়ান বিশ্বকাপের শট ব্লক করেন বেঙ্গালুরু ডিফেন্ডার।

এরপর দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে আসে সেই বহু প্রতিক্ষিত সময়। বেঙ্গালুরু ডিফেন্স আক্রমণে আসা বল ঠিকভাবে ক্লিয়ার করতে পারে না। ফলে সেটি পায়ে আসে মোহনবাগানের তারকা স্ট্রাইকার কামিন্সের। নিজে অতিরিক্ত উৎসাহী হয়ে শট না নিয়ে তিনি বলটি বাড়িয়ে দেন আরও সুবিধাজনক জায়গায় থাকা হুগো বুমোর উদ্দেশ্যে। অত্যন্ত কাছ থেকে গুরপ্রীত সিং সাঁধুকে প্রথম পোস্টে পরাস্ত করেন এই তারকা স্প্যানিশ মিডফিল্ডার।

এরপর অতিরিক্ত আগ্রাসী হওয়ার চেষ্টা করেছিল বেঙ্গালুরু। কিন্তু মোহনবাগানের আক্রমণ থামাতে গিয়ে দুইবার তাদের লাল কার্ড দেখতে হয়। গোল পার্থক্য আর্ট যেন বাড়ানোর চেষ্টাই করেনি সবুজ মেরুন শিবির। প্রথমে ১০ জন এবং পরে ৯ জন নিয়ে কিছুটা লড়াই করেছিল বেঙ্গালুরু, কিন্তু সেটা মোহনবাগানের মতো তারকা সমৃদ্ধ দলকে আটকানোর জন্য যথেষ্ট ছিল না।

এদিন বেঙ্গালুরুর হয়ে দুটি লাল কার্ড দেখেছেন দুই তরুণ প্রতিভাবান ভারতীয় ফুটবলার সুরেশ ওয়াংজাম এবং রোশন সিং। বেঙ্গালুরুর পরের ম্যাচ তাদের ঘরের মাঠে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। যুবভারতীতে হায়দরাবাদের বিরুদ্ধে খেলে তারপর বেঙ্গালুরর উদ্দেশ্যে উড়ে যাবে ইস্টবেঙ্গল। সেই ম্যাচে এই দুজন তরুণ তারকা না থাকায় কার্লেস কুয়াদ্রাত হয়তো কিছুটা স্বস্তির নিঃশ্বাসে ফেলছেন।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর