কয়েকদিন আগে মোহনবাগান ক্লাবকর্তারা মোহনবাগান ফুটবলারদের এসএমএস করে জানিয়েছিলেন যে কয়েক দিনের মধ্যেই তাদের বকেয়া বেতনের 50% মিটিয়ে দেওয়া হবে এবং কয়েক দিন পরে তাদের সমস্ত বকেয়া অর্থ মিটিয়ে দেবে ক্লাব। এবার সেই কথায় রাখলেন মোহনবাগান ক্লাব কর্তারা। নির্ধারিত সময়ের আগেই মোহনবাগান ক্লাব কর্তারা সবুজ- মেরুন ফুটবলারদের বকেয়া বেতনের 50% মিটিয়ে দিলেন।
মোহনবাগান ক্লাব কর্তারা এসএমএসের মাধ্যমে সবুজ- মেরুন ফুটবলারদের জানিয়ে ছিলেন যে 30 শে জুনের মধ্যে তাদের বকেয়া অর্থের 50% টাকা মিটিয়ে দেওয়া হবে। সেই সময় শেষ হতে এখনও প্রায় সপ্তাহ দুয়েক বাকি রয়েছে তার আগেই ফুটবলারদের বকেয়া অর্থের 50% মিটিয়ে দিলেন মোহনবাগান ক্লাব কর্তারা। শুধুমাত্র ফুটবলারদেরই নয় সেই সাথে কোচ এবং সাপোর্ট স্টাফদেরও বকেয়া অর্থের 50% মিটিয়ে দিল মোহনবাগান ফুটবল ক্লাব। মোহনবাগান ক্লাবের অর্থসচিব দেবাশীষ দত্ত জানিয়েছেন 20 ই জুলাইয়ের আগে ফুটবলারদের সমস্ত বকেয়া অর্থ মিটিয়ে দেওয়া হবে।
কলকাতার আরেক জনপ্রিয় ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল যেমন করোনা পরিস্থিতির মধ্যে ফুটবলারদের সাথে নিয়মের বাইরে গিয়ে চুক্তি ভঙ্গ করে ফুটবলারদের বেতন কেটে নিয়েছে, সেই পথে কিন্তু হাঁটেনি মোহনবাগান। চুক্তি অনুযায়ী মোহনবাগান ক্লাব তাদের ফুটবলারদের সমস্ত অর্থ মিটিয়ে দিয়েছে। কোনরকম বেতন কাটছাঁটের পথে হাঁটেনি মোহনবাগান ফুটবল ক্লাব। করোনা পরিস্থিতির মধ্যে মোহনবাগান ফুটবল ক্লাবের এমন সিদ্ধান্তে খুবই খুশি হয়েছেন মোহনবাগান ফুটবলাররা।