বাংলা হান্ট ডেস্ক : ISL ২০২৪ এর সেমিফাইনালে হেরে ফিরতে হয়েছে সবুজ মেরুনকে। সেমিফাইনালে সের্জিও লোবেরার ছেলেদের কাছে মোট ২-১ গোলে হেরেছে মোহনবাগান (Mohun Bagan Super Giant)। তবে তাতেও কিন্তু সমস্ত আশা শেষ হয়ে যায়নি। হিসেব বলছে, এরপরেও ফাইনাল খেলার আশা রয়েছে হাবাস ব্রিগেডের কাছে। তবে সেটা কোন অঙ্কে জানেন কি?
কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশার কাছে হারের পর মুষড়েই পড়েছিল মোহনবাগান ভক্তরা। তীরে এসে তরী ডুবলোর মত অবস্থা। তবে হিসেব বলছে, মোহনবাগানের এখনও ফাইনাল খেলার আশা শেষ হয়ে যায়নি। তবে এর জন্য সেমিফাইনালের দ্বিতীয় পর্ব জিততে হবে মোহনবাগানকে। সেই সাথে মানতে হবে এই একটি শর্ত।
হ্যাঁ, কেবল এই একটি শর্তেই ফাইনালে উঠতে পারবে মোহনবাগান। ISL ফাইনালের দুই পর্বের প্রথমটিতে হারলেও দ্বিতীয় পর্বে জিততেই হবে সবুজ মেরুনকে। সেক্ষেত্রে মোহনবাগানের ক্ষেত্রে একটা এক্স ফ্যাক্টর হল এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ঘরের মাঠ যুবভারতীতে। তবে সেক্ষেত্রে অন্তত দু’টি গোলে ম্যাচ জিততে হবে মোহনবাগানকে।
কোন অঙ্কে ফাইনালে উঠবে মোহনবাগান?
ধরা যাক, ২-০ বা ৩-১ বা ৪-২ গোলে ম্যাচ জিতল মোহনবাগান। সেক্ষেত্রে মোহনবাগানের দখলে রইল ২ গোল। সেক্ষেত্রে ফাইনাল খেলবে মোহনবাগান। তবে এই ম্যাচ যদি ড্র হয় তাহলে ফাইনাল যাবে ওড়িশার ঘরে। তবে যদি ১ গোলের ব্যবধানে মোহনবাগান ম্যাচ জেতে সেক্ষেত্রেও মোহনবাগানের সামনে চলে আসবে বড় চ্যালেঞ্জ। সেক্ষেত্রে খেলা আরও দীর্ঘ হবে।
আরও পড়ুন : চরম তাপপ্রবাহের সতর্কবার্তা, দক্ষিণবঙ্গের ১১ জেলায় জারি রেড অ্যালার্ট! ফের বৃষ্টি কবে? আবহাওয়ার খবর
দুই পক্ষের কেউই আর গোল করতে না পারলে হবে পেনাল্টি শুট আউট। সেখানে মোহনবাগান যদি গোল করতে সক্ষম হয় তাহলেই দল উঠবে ফাইনালে। অর্থাৎ সহজে ফাইনালে উঠতে হলে পরের ম্যাচে যেন তেন প্রকারে দুই গোলের ব্যবধানে জিততে হবে সবুজ মেরুনকে।