মোহনবাগান এবং ইস্টবেঙ্গল টক্কর দিয়ে প্লেয়ার বাছাই! দলে সই করলেন এই দুই সেরা ফুটবলার

অবশেষে জল্পনাই সত্যি হল। আজ অর্থাৎ শুক্রবার সরকারিভাবে দলের খেলোয়াড়দের নাম ঘোষণা করলো মোহনবাগান। জানা যাচ্ছে, এবার মোহনবাগান ফুটবল (Mohun Bagan Super Giant) দলের খেলোয়ার তালিকায় যুক্ত হল একটি বড় নাম। সম্প্রতি, মোহনবাগান দলে নিজের নাম লেখালেন “গ্রেগ স্টুয়ার্ট”। মোহনবাগান দলের কোচ ‘হোসে মোলিনা’ তার দলে একজন অ্যাটাকিং মিডফিল্ডার চাইছিলেন, যিনি স্ট্রাইকার হিসেবেও খেলতে পারবেন। আর সেই জায়গা পূরণ করতেই দলে যুক্ত করা হল তারকা ফুটবলার স্টুয়ার্টকে।

রিপোর্ট অনুযায়ী, স্কটল্যান্ডের স্টুয়ার্ট এর আগে জামশেদপুর ও মুম্বইয়ের হয়ে আইএসএল খেলেছিলেন। স্টুয়ার্ট, তার দুর্দান্ত পারফরমেন্সের দ্বারা জামশেদপুরের হয়ে ১১টি এবং মুম্বইয়ের হয়ে ১০টি গোল করেছিলেন। এমনকি আইএসএলে তিনি সোনার বলও জিতেছিলেন। জানা যাচ্ছে, আগামী ২৯শে জুলাই থেকে শুরু হবে মোহনবাগানে স্টুয়ার্ট-এর অনুশীলন।

Mohun Bagan Super Giant

টক্কর দিয়ে প্লেয়ার বাছাই

মোহনবাগান ক্লাবে(Mohun Bagan Super Giant) যোগ দিয়ে স্টুয়ার্ট বলেন, ‘অনেক দিনের স্বপ্ন ছিল কলকাতায় খেলার। ভারতের সব ফুটবল স্টেডিয়াম আমার চেনা। আমি ব্যক্তিগত সাফল্য পেয়েছি এবং চ্যাম্পিয়ন হয়েছি। কিন্তু মোহনবাগানের জার্সি পরার আনন্দটাই আলাদা’।

অন্যদিকে, মাঝমাঠের শক্তি বাড়াল ইস্টবেঙ্গল। ভারতীয় দলের মিডফিল্ডার ‘জিকসন সিংহ’ সই করলো লাল-হলুদ দলে। সূত্রের খবর অনুযায়ী, চার বছরের জন্য চুক্তি করা হয়েছে জিকসনের সঙ্গে। গতকাল ভোর বেলায় কলকাতায় পৌঁছেছেন তিনি। চিকিৎসকদের সবুজ সঙ্কেত পাওয়া মাত্রই সরকারি ভাবে জিকসনের নাম ঘোষণা করেছে ইস্টবেঙ্গল।

রিপোর্টে প্রকাশ, জিকসনকে ইস্টবেঙ্গল দলে ট্রান্সফার ফি হিসাবে কেরল ব্লাস্টার্সকে ৩.২ কোটি টাকা দিতে হচ্ছে। মণিপুরের ফুটবলার জিকসন, তিনি তার দেশের হয়ে ২২টি ম্যাচ খেলে ফেলেছেন। এছাড়া আইএসএলে কেরলের হয়ে ২০১৯ সাল থেকে খেলছেন। তবে, খুব শীঘ্রই লাল–হলুদ জার্সিতে দেখা যাবে তাকে।

Subhajit
Subhajit

আমি শুভজিৎ মাজি, কালিপুর মহাবিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট। বিগত ৪ বছর ধরে ডিজিটাল সংবাদমাধ্যমে কর্মরত। মূলত রাজনীতি ও আন্তর্জাতিক খবর প্রকাশনার মাধ্যমে পবিত্র গণতান্ত্রিক অধিকার-সংরক্ষনের পবিত্র নৈতিক দায়িত্ব পালন করি।

সম্পর্কিত খবর