আনোয়ারের দুর্দান্ত পারফরম‍্যান্সের দিন মোহনবাগানকে টপকে গেল ইস্টবেঙ্গল!

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ডুরান্ডে ইস্টবেঙ্গলের (East Bengal) ডার্বি হার এবং কলকাতা লিগে পয়েন্ট নষ্টের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ালো মোহনবাগান সুপার জায়ান্টস (MBSG)। আজ এফসি কাপের প্রিলিমিনারি রাউন্ডে নেপালের ক্লাব মাচিন্দ্রা এফসি-র মুখোমুখি হয়েছিল তারা। সেই ম্যাচের নেপালের প্রতিপক্ষকে ৩-১ ফলে হারালো মেরিনার্সরা। গোল পেলেন দলের বিশ্বকাপ খেলা অজি ফুটবলার কামিন্স। তবে আজকের আসল নায়ক হয়ে গেলেন প্রীতম কোটালের পরিবর্তে এই মরশুমে দলে আসা আনোয়ার আলী।

প্রথমার্ধের শেষ দিকে হুগো বুমোর কর্নারে দুরন্ত হেড করে মোহনবাগানকে এগিয়ে দেন আনোয়ার। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হওয়ার ১৫ মিনিটের মধ্যে ব্যবধান বাড়ান জেসন কামিন্স। কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গলের কাছে হারের দিন তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এদিন গোল করে নিন্দুকদের জবাব দিলেন তিনি জবাব দিলেন তিনি। এরপর নেপালের প্রতিপক্ষ ব্যবধান কমালেও ম্যাচের একদম শেষ দিকে ফের গোল করে দলকে জয় এনে দিয়ে পরবর্তী রাউন্ডের টিকিট এনে দেন আনোয়ার। তবে তাদের খেলা যে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ছিল এমনটা বলা যাবে না। বাংলাদেশের আবাহনীর বিরুদ্ধে পরবর্তী ম্যাচের আগে তাদের সেই ভুলত্রুটিগুলো শুধরে নিতে চাইবেন জুয়ান ফেরান্দো।

অপরদিকে মোহনবাগানের এই আনন্দ কিছুটা ফিকে করে দিল ইস্টবেঙ্গল। ডুরান্ডের গ্রুপ পর্বে আজ নিজেদের শেষ ম্যাচ খেলতে রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসির মুখোমুখি হয়েছিল তারা। ইস্টবেঙ্গলের পুরনো তারকা ফুটবলার জুয়ান মেরা গঞ্জালে বেশ কয়েকবার চিন্তার মুহূর্ত তৈরি করেছিল ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য। কিন্তু তাতে লাভ হয়নি।

বোরহা হেরেরার ক্রস থেকে ম্যাচের ২১ মিনিটে জোরালো হিট করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন তাদের নতুন স্ট্রাইকার জাভিয়ার সিভেইরো। ডুরান্ড কাপে এটি ছিল তার দ্বিতীয় গুণ। এরপর বাকি ম্যাচে একাধিক সুযোগ তৈরি করেও আর গোল করতে পারেনি ইস্টবেঙ্গল। দ্বিতীয় আধ্যে ইস্টবেঙ্গল গোলরক্ষক গিলকে খুব বেশি সেভও অবশ্য করতে হয়নি।

আরও পড়ুন: প্রিয় সংবাদমাধ্যমই ছড়িয়েছে মিথ্যা খবর! সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ বিরাট কোহলির

আজ ইস্টবেঙ্গলের বাকি দুই বিদেশি পার্দো এবং গত মরশুমের নায়ক ক্লিয়েটন সিলভা মাঠে নেমেছিলেন। প্রথম ভদ্রস্থ পারফরম্যান্স করেছেন কিন্তু সিলভা যে দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছেন সেটা তার পারফরম্যান্স থেকে স্পষ্ট। গত মরশুমে তিনি এই সুযোগগুলি পেলে এই পরিবর্ত হিসেবে নেমেই হ্যাটট্রিক করে ফেলতেন। কিন্তু এদিন একের পর এক সুযোগ নষ্ট করে গেলেন। ফলে শেষপর্যন্ত ১-০ ফলেই জয় পায় ইস্টবেঙ্গল।

আরও পড়ুন: ভারতের মাটিতে বিশ্বকাপ জিততে অবসর ভেঙে ফিরলেন ২ ক্রিকেটার! ভয়ে কাঁপবে রোহিত শর্মার দল

তবে এই জয়ের ফলে ৭ পয়েন্ট নিয়ে মোহনবাগানকে টপকে নিজেদের গ্রুপের শীর্ষে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। ছয়টি গ্রুপের শীর্ষে থাকা দলের পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত। বাকি দুটি দল কোয়ার্টার ফাইনালের জন্য নিশ্চিত করা হবে সেরা দুই দ্বিতীয় স্থানে থাকা দলের মধ্যে থেকে। গোল পার্থক্যের দিক দিয়ে কোন সমস্যা নিয়ে মোহনবাগানের। কিন্তু তারা সেরা দুই দলের এক হয়ে উঠতে পারবেন কি না তার জন্য আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।

 

ad

Reetabrata Deb

সম্পর্কিত খবর