হারের হ্যাটট্রিকের ধাক্কা কাটিয়ে লিগ-শিল্ড জয়, এই ৩ কারণেই মুম্বইকে হারাল মোহনবাগান

বাংলা হান্ট ডেস্ক : ঘরের মাঠে ভারত সেরার খেতাব ছিনিয়ে নিল মোহনবাগান (Mohun Bagan)। প্রায় ৫০ হাজার সবুজ-মেরুন সমর্থকের সামনে দাপটের সঙ্গে ম্যাচ জিতে নিয়েছে মোহনবাগান।সেই সাথে রেকর্ড ভেঙে নয় রেকর্ড গড়ল মোহনবাগান। ISL ১০ বছরের ইতিহাসে যে মুম্বই সিটি এফসিকে (Mumbai City FC) মোহনবাগান এক বারও হারাতে পারেনি, সেই দলকেই ২-১ গোলে হারিয়ে কাপ জিতে আনা কম বড় ব্যাপার নয়‌।

আর এখানেই প্রশ্ন ওঠে, বিগত দশ বছরে মুম্বাইয়ের যে রেকর্ড ভাঙেনি সেই রেকর্ড কিভাবে ভাঙল হাবাস? ঠিক কোন কোন কারণে শুভাশীষ বসুদের কাছে ম্যাচ হেরে গেল মুম্বাই? ফুটবল বিশেষজ্ঞরা বলছে, মোটের উপর মোট তিনটি কারণে মুম্বাইকে হেরে ফিরতে হয়েছে।

লিস্টনকে দলে আনা : এর আগে প্রথম একাদশ থেকে বাদ ছিলেন লিস্টন। তবে কোচ আন্তেনিয়ো লোপেজ হাবাস লিস্টনকে দলে আনেন। প্রথম থেকেই তার মরিয়া মনোভাব মোহনবাগানকে জয়ের দিকে এগিয়ে নিয়ে চলেছিল। তার গোলেই জয় অনেকটাই সহজ হয়ে যায়।

আরও পড়ুন : শিয়ালদা লাইনে চরম ভোগান্তি, টানা ২০ দিন বন্ধ একাধিক লোকাল! দেখুন তালিকা

কামিংসের গোল : প্রথমার্ধে মোহনবাগান চাপ সৃষ্টি করলেও দ্বিতীয়ার্ধে মাঠে দখল বাড়াচ্ছিল মুম্বাই। ঠিক সেই সময়ে দিমিত্রি পেত্রাতোসের বাড়িয়ে দেওয়া পাস থেকে বলকে সোজা জালে জড়িয়ে ফেলেন কামিংস। এই গোলেই মোহনবাগানের জয় সুনিশ্চিত হয়ে যায়।

image 20240416 111625 0000

মুম্বইয়ের গোল মিস : গোল করার সুযোগ ছিল মুম্বাইয়ের কাছেও। ছাংতে একটা গোল করে মোহনবাগানের উপর চাপ সৃষ্টি করলেও সেই তিনিই আবার একটা গোল নষ্টও করেন। ছাংতের এই গোল মিস না হলে মোহনবাগান শিল্ড জিততে পারতনা। সেক্ষেত্রে ম্যাচ ড্র হয়ে যেত এবং তাতেও শিল্ড জিতত মুম্বাই।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর