বাংলা হান্ট ডেস্কঃ ইংল্যান্ডের অন্যতম সেরা অলরাউন্ডার মঈন আলি (Moien Ali)। বেশ কয়েক বছর ধরে তিনি ইংল্যান্ডের জার্সি গায়ে নিজের দায়িত্ব পালন করছেন। সম্প্রতি শেষ হওয়া ভারত বনাম ইংল্যান্ড সিরিজেও বেশ কয়েকটি ম্যাচে তিনি ব্যাট এবং বল হাতে কামাল দেখিয়েছেন। এবার এই মঈন আলিকে নিয়ে বিস্ফোরক টুইট করলেন বাংলাদেশের বিখ্যাত লেখিকা তসলিমা নাসরিন।
টুইট করে তসলিমা নাসরিন লিখেছিলেন, “ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলি যদি ক্রিকেটার না হতেন তাহলে সিরিয়ায় গিয়ে আইএসআইএসে নাম লেখাতেন মঈন।” উল্লেখ্য, আইএসআইএস হচ্ছে একটি ইসলামিক জঙ্গি গোষ্ঠী। সারা পৃথিবী জুড়ে সন্ত্রাস ছড়িয়ে বেড়ানোই এদের প্রধান কাজ। আর এই জঙ্গী গোষ্ঠীর সঙ্গেই মঈন আলির যুক্ত হওয়ার কথা টুইট করে লিখেন তসলিমা নাসরিন।
Are you okay ? I don’t think you’re okay https://t.co/rmiFHhDXiO
— Jofra Archer (@JofraArcher) April 6, 2021
Haters know very well that my Moeen Ali tweet was sarcastic. But they made that an issue to humiliate me because I try to secularize Muslim society & I oppose Islamic fanaticism. One of the greatest tragedies of humankind is pro-women leftists support anti-women Islamists.
— taslima nasreen (@taslimanasreen) April 6, 2021
তসলিমা নাসরিনের এই টুইটির পরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। ইংল্যান্ডের অনেক ক্রিকেটারই তসলিমা নাসরিনের সমালোচনা করেন। ইংল্যান্ড দলে মঈনের সতীর্থ তথা ইংল্যান্ড দলের তারকা ফাষ্ট বোলার জোফরা আর্চার তসলিমা নাসরিনের টুইটারের পাল্টা টুইট করে লিখেছেন, “আপনার মাথা ঠিক নেই তাই এই সমস্ত কথা বলছেন।” যদিও তীব্র বিতর্কের জেরে পিছু হাটতে বাধ্য হয় তসলিমা নাসরিন। তিনি জানিয়েছেন নিছকই মজার ছলে তিনি এই টুইট করেছেন। পরবর্তীকালে নিজের সেই টুইট ডিলিটও করে দেন তাসলিমা নাসরিন।