বাংলা হান্ট ডেস্কঃ গতকাল কলকাতার (Kolkata) দক্ষিণ প্রান্তে মোমিনপুর (Mominpur) এলাকার দোকান এবং বাইক ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। দোকান থেকে শুরু করে একাধিক বাইক ভাঙচুরের ছবি সামনে আসতেই নড়েচড়ে বসেছে সকলে। এই ঘটনায় ইতিমধ্যে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে বিজেপি (Bharatiya Janata Party) নেতাকর্মীরা। এদিন সকালে আটক করা হয় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar)। পাশাপাশি এবার রাজভবনে হাজির হওয়ার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
গতকাল মোমিনপুরে অশান্তির ঘটনায় ভাইরাল বেশ কয়েকটি ছবি ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া। এই প্রসঙ্গে বিজেপির তরফ থেকে একাধিক ছবি শেয়ার করার পাশাপাশি এদিন সকালে এলাকায় একটি রাজনৈতিক কর্মসূচিতে যোগদান করার জন্য রওনা দেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। পরবর্তীতে তাঁকে আটক করে পুলিশ আর এবার অশান্তির ঘটনায় রাজ্যপাল এবং অমিত শাহকে চিঠি দিয়ে বসলেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তাঁর দাবি, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন।
একই সঙ্গে বিজেপির অন্যান্য নেতাকর্মীরা প্রতিবাদ করে চলেছেন। রাজভবনে উপস্থিত হওয়ার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি এবং অন্যান্য একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন বিরোধী দলনেতা। রাজভবন থেকে বেরিয়ে আসার পথে এদিন শুভেন্দু অধিকারী দাবি করেন, “গতকাল মোমিনপুরের ঘটনায় পাঁচ হাজার হিন্দু ঘরছাড়া হয়েছে। এছাড়াও আক্রান্ত হয়েছেন তিন IPS অফিসার, বর্তমানে তারা হাসপাতালে ভর্তি। এই অবস্থায় দ্রুত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা উচিত। না হলে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাবে।”
অপরদিকে, বিজেপির সংসদ সৌমিত্র খাঁ-র অভিযোগ, “বর্তমানে রাজ্যে একের পর এক দুর্নীতি হয়ে চলেছে, তা থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই এ সকল কর্মকাণ্ড ঘটানো হচ্ছে।”
উল্লেখ্য, গতকাল সকাল থেকেই গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে একাধিক ভিডিও ভাইরাল হতে থাকে, যেখানে রাস্তায় বাইক, কাঁচ ভাঙা গাড়ির ছবি দিয়ে সেটি মোমিনপুরের বলে দাবি করা হয়। পরবর্তীতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একটি ভিডিও টুইট করে লেখেন, “মোমিনপুরের ময়লা ডিপোর কাছে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের সময় হিন্দুদের দোকান ও বাইক ভাঙচুর করা হয়েছে। বরাবরের মতো এবারও মুখ্যমন্ত্রীর প্রশাসন এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। যার জেরে অভিযুক্তরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে।”
পাশাপাশি, এদিন মোমিনপুরে রওনা দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন সুকান্ত মজুমদার। তবে সেই সময় তাঁকে চিংড়িহাটার নিকট আটকে দেয় পুলিশ, যারপর প্রশাসন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কটাক্ষও ছুড়ে দেন সুকান্ত মজুমদার।