বিনামূল্যে মদ খেতে গান গাইলেন বলিউড গায়িকা !

 

বাংলা hunt ডেস্ক : সম্প্রতি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটি ভিডিও হয়েছে ভাইরাল যেখানে বলিউডের বিখ্যাত গায়িকা মোনালি ঠাকুর কে।মোনালি ঠাকুর, নামটা বেশ পরিচিত বলিউড মহলে।সম্প্রতি মাইক রিখটারের সাথে দেখা করতে গেছিলেন এই জনপ্রিয় বলিউড গায়িকা, রিখটার তার বয়ফ্রেন্ড।সম্প্রতি তার সাথে দেখা করতে বিদেশে ছুঁটে যান মোনালি।গোটা বছরের প্রায় সময় কোথাও না কোথাও যেতে হয় তাকে অনুষ্ঠান সূত্রে।

   

 

মাইকের সাথে দেখা করার পর তার সাথে মোনালি হাজির হন এক পাবে।এবং সেখানেই ফের তিনি মেতে ওঠে সঙ্গীতের তালে, কারাওকের সুরে মজে কখন মাইক্রোফন হাতে তুলে শুরু করে দেন গান গাওয়া , মোহিত হয়ে পড়ে দর্শকেরা।

f70d5 img 20190514 wa0002

বদলে তাকে দেওয়া বিনামূল্যে মদ।পাবে কাটানো সময়ের কিছু মুহূর্ত এমন ভাবেই সকলের সাথে শেয়ার করলেন তিনি সোশ্যাল নেট ওয়ার্কিং সাইটে।

সম্পর্কিত খবর