বাংলাহান্ট ডেস্ক: অভিনয় জগতে আরেক নক্ষত্রপতন। সোমবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বর্ষীয়ান অভিনেতা শক্তি ঠাকুরের (shakti thakur)। বাবার মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্ট করেছেন ছোট মেয়ে মোনালি ঠাকুর (monali thakur)। বাবাকেই চিরদিন নিজের আদর্শ বলে মেনে এসেছেন, এমনটাই লিখেছেন গায়িকা।
লম্বা পোস্টে মোনালি লিখেছেন, তাঁর সবথেকে বড় সমালোচক ও শিক্ষক ছিলেন তাঁর বাবা। তাঁর মতো দয়ালু ও মজাদার মানুষ কখনো দেখেননি মোনালি। অত্যন্ত ধারালো মস্তিষ্কের অধিকারী ছিলেন শক্তি ঠাকুর।
বাবাকে দেখেই স্বপ্ন দেখতে শুরু করেছিলেন মোনালি। বাবার মতো হতে চাইতেন তিনি। মন ভেঙে গিয়েছে তাঁর, কিন্তু তিনি গর্বিত তিনি শক্তি ঠাকুরের মেয়ে। এই ভাবেই সারা জীবন নিজের কাজ দিয়ে গর্বিত করে যাবেন তিনি বাবাকে, এমনই।প্রতিজ্ঞা করেছেন মোনালি।
কাউকে কোনো কষ্ট না দিয়েই চলে গিয়েছেন বাবা। ঠিক রাজার মতো। পোস্টে এমনই লিখেছেন গায়িকা। তিনি লিখেছেন, ‘ছোটু তোমার জন্য শক্ত হবে বাবা। আমার প্রণাম তোমাকে। প্রকৃতি মা আমার প্রার্থনা শুনেছে, তোমায় কষ্ট পেতে হয়নি। তুমি শান্তিতে চলে গেছো। কারণ ঈশ্বর পুণ্যাত্মাদের এভাবেই যত্ন করেন। আমার বাবা, ভাল থেকো, তোমার ছোটন তোমার কাছে আসবে ঠিক সময় মতো। আবার দেখা হবে। অনেক আদর।’
https://www.instagram.com/p/CF9LTADFALx/?igshid=1nkkr4yso0rsp
বড় মেয়ে মেহুল প্রথম এই দুঃসংবাদ জানান সোশ্যাল মিডিয়ায়। সোমবার ভোর বেলা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বর্ষীয়ান অভিনেতা শক্তি ঠাকুরের। তাঁর মৃত্যুতে শোকাহত অভিনয় জগৎ।