‘পারছিনা, অসহায় লাগছে’, সন্তানকে হারিয়ে শোকে কাতর মোনালি ঠাকুর

Published On:

বাংলা হান্ট ডেস্ক : মানসিকভাবে ভেঙে পড়েছেন স্বনামধন্য গায়িকা মোনালি ঠাকুর (Monali Thakur)। এতদিন যাকে সন্তানের মত করে বড়ো করলেন সে আর নেই। গত ৯ সেপ্টেম্বরই মোনালিকে ছেড়ে ঈশ্বরের কাছে পাড়ি দিয়েছেন সন্তান ডাইচি। তারপর থেকেই ভেঙে পড়েছেন গায়িকা। অবশেষে নিরবতা ভেঙে ইনস্টাগ্রামে (Instagram) বড়সড় পোস্ট করলেন গায়িকা। যা পড়ে আবেগ তাড়িত হয়ে পড়েছে নেটিজনরাও।

এইদিন মোনালি তার ইনস্টাগ্রামে লিখেছেন, “আমার রক্ষাকর্তা, আমার সোনা, আমার ডাইজি, তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গত ৯ সেপ্টেম্বর। এই সত্যিটা মেনে নিতে কষ্ট হচ্ছে আমার। আমি চেষ্টা করছি ওর অনুপস্থিতি মেনে নিতে। পারছি কই? আমি মনে করতাম আমি একজন শক্ত মনের মানুষ যে কিনা নিজের হতাশাকে জয় করতে পারে। কিন্তু ছেলেকে ছাড়া আমার বড় অসহায় লাগছে। আমি বুঝতে পারছি না কী করা উচিৎ।”

সন্তান শোক এখানেই থামেনি, এরপর মোনালি আরও লিখেছেন, “মানুষজন মাঝেমধ্যেই বলেন, তারা নাকি আমার মধ্যে একজন বাচ্চাকে দেখতে পান। একজন দয়ালু মনোভাবের সান্নিধ্য পান। আমার সঙ্গে থেকে তারা খুশি বোধ করেন। কেন জানেন? কারণ ডাইচিকে আমি অনুসরণ করে এসেছি। ওই আমায় শিখিয়েছে কীভাবে ভালবাসতে হয়। কীভাবে দয়ালু হতে হয়… কীভাবে ভাল ও খারাপের মধ্যে ভেদাভেদ করতে নেই। কীভাবে সত্যিকারের বন্ধু হওয়া যায়! কোনদিনও আমার মধ্যে কোনও নেতিবাচক মনোভাব কেউ আনতে দেয়নি।”

আরও পড়ুন : কেউ আট তো কেউ আশি কোটি! অ্যাটলি-রোহিতদের পারিশ্রমিক দেখলে চোখ কপালে উঠবে

 

View this post on Instagram

 

A post shared by Monali Thakur (@monalithakur03)

 

জানিয়ে দিই ডাইচি কিন্তু মোনালির নিজের পেটের সন্তান নয়। ডাইচি হচ্ছে মোনালির চারপেয়ে সন্তান। সন্তান শোকে বিহ্বল মোনালি আরও লিখেছেন, ‘সব সময় অন্ধকারকে ভালবাসা দিয়েও জয় করেছে। আমি বেঁচে আছি কারণ, ওই ছিল আমার বেঁচে থাকার একমাত্র কারণ। আমাকে এই জীবন দেওয়ার জন্য ধন্যবাদ ডাইচি। আমি তোমার মতো ভালবাসা ছড়ানোর চেষ্টা করব। আবার আমাদের দেখা হবে। ততদিন তুমি খুব ভাল থেকো সোনা, আমার বেবি, টেক কেয়ার।’

Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X