‘অর্পিতাকে আমি চিনি না’, একমাস পর কাজে ফিরে সাফ জবাব অধ্যাপিকা মোনালিসার

বাংলা হান্ট ডেস্কঃ পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) নাকি তাঁর ‘অভিভাবক’; অতীতে প্রাক্তন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতার সঙ্গে নিজের সম্পর্ককে ঠিক এভাবেই ব্যাখ্যা করেছিলেন তিনি। পরবর্তীতে এসএসসি (SSC) দুর্নীতি মামলায় ইডির (ED) হাতে পার্থ গ্রেফতারির মাঝে নেতার অত্যন্ত ‘ঘনিষ্ঠ’ বলে জল্পনা উঠে যায় গোটা বাংলা জুড়ে। বিগত বেশ কয়েক সময় ধরেই প্রশ্ন উঠতে থাকে, কোথায় তিনি? অবশেষে ধরা দিলেন পার্থ ঘনিষ্ঠ অধ্যাপিকা মোনালিসা দাস (Monalisa Das)। দীর্ঘ মাসখানেক বাদে পুনরায় একবার বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হতে দেখা গেল তাঁকে। স্বাভাবিকভাবেই এদিন তাঁর উপস্থিতি ঘিরে একাধিক জল্পনা সৃষ্টি হয়। অবশেষে সেই সকল জল্পনার অবসান ঘটালেন মোনালিসা নিজেই।

কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপিকা মোনালিসা দাস। দীর্ঘ বহুদিন ধরেই আসতে পারেননি কাজে। এদিন অবশেষে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিতির কারণ হিসেবে অসুস্থতাকেই তুলে ধরলেন তিনি। উল্লেখ্য, সম্প্রতি এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। এ মামলায় পার্থ ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি নগদ অর্থ এবং সোনা গয়না উদ্ধার করা হয়। পরবর্তীতে পার্থ ঘনিষ্ঠ হিসেবে উঠে আসে অধ্যাপিকা মোনালিসা দাসের নাম। অনেকেই তাদের ‘ঘনিষ্ঠতা’ প্রসঙ্গে একাধিক জল্পনা রটাতে শুরু করে।

উল্লেখযোগ্যভাবে এরপর থেকেই একপ্রকার উধাও হয়ে যান মোনালিসা। বিশ্ববিদ্যালয় তো দূরের কথা, আসানসোলের গড়াইরোডে ভাড়া বাড়িতেও দেখা মেলে না অধ্যাপিকার। অবশেষে এদিন বাড়িতেও ফিরলেন তিনি। তবে বর্তমানে প্রশ্ন উঠে গিয়েছে, এতদিন কোথায় ছিলেন মোনালিসা? পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর থেকেই তাঁর উধাও হওয়ার ব্যাপারটি ঘিরে ক্রমশ জল্পনার সৃষ্টি হয়। এক্ষেত্রে একটি মহল দাবি করে, প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতার জন্যই বিশ্ববিদ্যালয়ে তাঁর প্রবেশ। এমনকি পরবর্তীতে মোনালিসার কাছে অধ্যায়নরত পড়ুয়াদের চাকরি পাওয়া না থেকে শুরু করে অন্যান্য একাধিক সুবিধা নাকি প্রদান করা হয় বলে খবর সামনে আসে।

partha monalisa

যদিও এদিন সকল জল্পনার অবসান ঘটিয়ে মোনালিসা জানান, “অসুস্থ ছিলাম বলেই আমি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি। নিজে থেকেই আমি সকল কাজ থেকে বিশ্রাম নিয়েছিলাম।” তিনি কি অর্পিতা মুখোপাধ্যায়কে চিনতেন? সেই প্রসঙ্গে মোনালিসা বলেন, “আমি অর্পিতা নামে কাউকে চিনি না। আমার পরিবারের সকলেই শিক্ষক, আমি একজন সৎ শিক্ষক। আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ উঠে চলেছে, তার কোন ভিত্তি নেই।”


Sayan Das

সম্পর্কিত খবর