ঘুম উড়লো পুরুষদের! ফের গোলাপী শাড়িতে হট লুকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঝুমা বৌদি

Published On:

বাংলা হান্ট ডেস্ক: দুপুর ঠাকুরপো নামে একটি ওয়েব সিরিজ করে সকল পুরুষ ভক্তদের মনে ঝড় তুলেছিলেন মোনালিসা ওরফে ঝুমা বৌদি।

ওয়েল মেইনটেইন্ড শরীর, হট লুক, চমৎকার এক্সপ্রেশন সব মিলিয়ে বরাবরই দেওরদের ঘুম কেড়ে নিতে ওস্তাদ ঝুমা বৌদি।

সম্প্রতি, সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে নিজের কয়েকটি ছবি শেয়ার করে ভাইরাল হয় মোনালিসা। ছবিতে গোলাপি শাড়ি পড়ে দেখা যাচ্ছে মোনালিসাকে। সাথে ডিপনেক উজ্জল স্লিভলেস ব্লাউজ, খোলা চুল, হালকা মেকআপ ও ডার্ক লিপস্টিক সব মিলিয়ে একেবারে পারফেক্ট লাগছে মোনালিসাকে। সাথে তার হট এক্সপ্রেশান তো আছেই।

https://www.instagram.com/p/CGEmQUYlsWD/?igshid=1psl9f530usf5

ছবি দেখে মনে হচ্ছে, দুপুরবেলা ছাদের মধ্যেই তোলা হয়েছে এই ছবি। দুপুরবেলায় ছাদের ওপর দুপুর ঠাকুরপো নায়িকার ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই তা ভাইরাল হয়ে যায় ঝড়ের গতিতে।

 

সম্পর্কিত খবর

X