বাংলাহান্ট ডেস্ক: ৫ এপ্রিল, রাত ৯টায় ৯ মিনিটের জন্য সমগ্র দেশবাসীকে আলো জ্বালাতে বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এইদিন নিজের বাড়ির সব আলো নিভিয়ে ছাদ, ব্যালকনিতে দাঁড়িয়ে প্রদীপ, মোমবাতি বা নিদেনপক্ষে টর্চ কিংবা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাতে বলেছিলেন তিনি। করোনা মোকাবিলায় এটা নতুন দাওয়াই মোদীর।
আর এই ডাকে সাড়া দিয়েই ব্যালকনিতে মোমবাতি জ্বালাতে দেখা গেল মোনালিসাকে। স্বামী সহ পুরো পরিবারের সঙ্গেই মোমবাতি জ্বালালেন তিনি। সেই ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ারও করলেন অভিনেত্রী। ক্যাপশনে লিখলেন, ‘আমরা সবাই দেশবাসী হিসাবে একত্র হয়ে করোনার বিরুদ্ধে লড়াই করব। এই অন্ধকার দূর হবে এবং নতুন আশার আলো এসে পড়বে আমাদের ওপর।’
প্রসঙ্গত, করোনা মোকাবিলায় রাজনৈতিক দ্বন্দ্ব দূরে সরিয়ে দেশবাসীকে একজোট হয়ে লড়াই করার ডাক জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে জনতা কার্ফুর দিন বিকেল ৫টার সময় সমগ্র দেশবাসীকে জরুরি পরিষেবায় নিযুক্ত কর্মীদের ধন্যবাদ জানিয়ে ৫ মিনিট থালা, ঘন্টা ইত্যাদি বাজানোর আবেদন জানিয়েছিলেন তিনি।
https://www.instagram.com/p/B-mudDPFSJd/?igshid=18smwh53kfwb6
আর এবারে মোদী আর্জি রেখেছিলেন ৫ এপ্রিল রাত ৯টায় ৯ মিনিট ধরে ঘরের আলো নিবিয়ে মোমবাতি, প্রদীপ, টর্চ বা মোবাইলের ফ্ল্যাশ জ্বালাতে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে সবাই সবার পাশে রয়েছে এটা বোঝাতেই এই পরিকল্পনা করেছিলেন প্রধানমন্ত্রী।