গোলাপি শাড়িতে হিন্দি গানের তালে লাস‍্যময়ী নাচ মোনালিসার, চরম ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ভোজপুরি ছবির অন‍্যতম জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা (monalisa) ওরফে অন্তরা বিশ্বাস। সোশ‍্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন তিনি। তাঁর ছবি ও নাচের ভিডিও (video) প্রায়ই ভাইরাল হয় সোশ‍্যাল মিডিয়ায়।

বাঙালি হলেও ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির বোল্ড অভিনেত্রীদের তালিকায় প্রথম দিকেই নাম থাকবে মোনালিসার। বাংলায় এখনও পর্যন্ত ‘দুপুর ঠাকুরপো’ ওয়েব সিরিজেই অভিনয় করেছেন তিনি। ওয়েব সিরিজটির দ্বিতীয় সিজন তুমুল জনপ্রিয় হয়েছিল মোনালিসার দৌলতে।

ওই একটি সিরিজ থেকেই বাংলায় বেশ পরিচিতি পেয়ে যান অভিনেত্রী। ক্রমশ বাড়তে থাকে তাঁর খ‍্যাতি। দুপুর ঠাকুরপো শেষ হয়েছে অনেকদিনই হয়ে গিয়েছে। কিন্তু এখনও জনপ্রিয়তায় একটুও ভাঁটা পড়েনি মোনালিসার।

https://www.instagram.com/p/CFZpP5oFBpf/?igshid=14mlqjuf24prb

সোশ‍্যাল মিডিয়াতে যে মোনালিসা বেশ সক্রিয় তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। নিজের ইনস্টা হ‍্যান্ডেলেও ভিডিও, ছবি শেয়ার করতে থাকেন তিনি। সম্প্রতি একটি নতুন রিল ভিডিও শেয়ার করেছেন মোনালিসা।

https://www.instagram.com/p/CFJOC_XFzu1/?igshid=brsfg8kgdiur

https://www.instagram.com/p/CEDxcKUlS6t/?igshid=doehasfn42t3

ভিডিওতে ‘মেরা নাম চিন চিন চু’ গানে নাচতে দেখা যাচ্ছে তাঁকে। গোলাপি শাড়িতে অসাধারন দেখতে লাগছে অভিনেত্রীকে। একটি জন্মদিনের পার্টিতে মঞ্চে নাচতে দেখা যাচ্ছে মোনালিসাকে। নিজের ইনস্টা হ‍্যান্ডেলে এই রিল ভিডিওটি শেয়ার করেছেন মোনালিসা।

https://www.instagram.com/reel/CFWbugcFulz/?igshid=yc6sl3xk027z
শুধু বোল্ড অবতার নয়, দরকারে শাড়িতেও যে তিনি কামাল করতে পারেন তাও বারে বারে দেখিয়ে দিয়েছেন ঝুমা বৌদি। শাড়িতে মোহময়ী সাজে বহুবার ক‍্যামেরাবন্দি হয়েছেন মোনালিসা।

সম্পর্কিত খবর

X