কোলে তোয়ালে মোড়ানো একরত্তি, দু মাস হতে ছেলের সঙ্গে আলাপ করালেন মোনালিসা

বাংলাহান্ট ডেস্ক: অভিনয় থেকে বিরতি নিয়ে ব‍্যক্তিগত জীবন সাজানোয় মন দিয়েছেন মোনালিসা পাল (Monalisa Pal)। গত সেপ্টেম্বরে ফুটফুটে একরত্তির জন্ম দিয়েছেন তিনি। ছেলেকে সামলাতে সামলাতেই আপাতত বেশিরভাগ সময়টা কেটে যাচ্ছে তাঁর। এখনি সিরিয়ালের ফ্লোরে না ফিরলেও ক‍্যামেরার সামনে ফিরেছেন মোনালিসা। সঙ্গে কোলে ছোট্ট ছেলে।

গত ২৫ সেপ্টেম্বর মহালয়ার দিন মোনালিসার কোল আলো করে আসে ফুটফুটে পুত্রসন্তান। ছেলের বয়স এখনো এক মাস হওয়ার আগেই নাম বাছাই করে নিয়েছিলে তিনিন খুদের জন‍্য‌। ছেলের নাম তিনি রেখেছেন, রেয়াংশ পাল সরকার। আপাতত ছেলেকে ঘিরেই নিজের জগৎ গড়ে তুলেছেন মোনালিসা।

Monalisa
অবশেষে দু মাস হতেই ছেলেকে নিয়ে প্রকাশ‍্যে এসেছেন অভিনেত্রী। সোশ‍্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন তিনি। ঘিয়ে সালোয়ার কামিজ পরে লেন্সবন্দি হয়েছেন মোনালিসা। তবে এবারে আর অভিনেত্রী নন, তাঁর কোলের পুঁচকেই কেড়ে নিয়েছে যাবতীয় লাইমলাইট। সাদা তোয়ালেতে মুড়ে মায়ের কোলে ঘুমন্ত ছোট্ট রেয়াংশ। কমেন্ট বক্সে শুভেচ্ছা আর পুঁচকের জন‍্য ভালবাসা আর আদর পাঠিয়েছেন নেটিজেনরা।

এক কমেডি শোতে সঞ্চালিকা হয়ে প্রথম লাইমলাইট কেড়ে নিয়েছিলেন মোনালিসা। তাঁর সৌন্দর্য রাতারাতি চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল‌। তারপর থেকে একাধিক সিরিয়ালে কাজ করেছেন তিনি। এর মধ‍্যে ‘কে আপন কে পর’ সিরিয়ালের নেতিবাচক তন্দ্রা চরিত্রটি বিশেষ জনপ্রিয়তা পেয়েছিল।

https://www.instagram.com/p/Clio5G_Bf-c/?igshid=YmMyMTA2M2Y=

২০১৮ সালে নিজের ছোটবেলার প্রেম বিশ্বজিৎ সরকারের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন মোনালিসা। অভিনয় প্রেমী মোনালিসা গর্ভাবস্থাতেও শুটিং করে গিয়েছেন। ‘নয়নতারা’ সিরিয়ালের শুটি‌ং করেছেন সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায়। অন‍্যদিকে কৌশিক সেনের নাট‍্যদল ‘স্বপ্নসন্ধানী’র হ‍্যামলেট নাটকে অভিনয় করতে না পারলেও মহড়া দিয়ে এসেছেন।

সংবাদ মাধ‍্যমকে মোনালিসা বলেন, মা হয়েছেন বলে কাজ ছেড়ে দেবেন এমন কথা স্বপ্নেও ভাবতে পারবেন না তিনি। তবে মঞ্চে অভিনয় করতে হলে নিজের সবটুকু দিয়ে দিতে হবে। কিন্তু সন্তান তাঁর খুবই ছোট। ছেলেকে মানুষ করায় ত্রুটি রাখতে চান না মোনালিসা। তাই ছেলে বড় হলে আগামী বছরই আবার অভিনয়ে ফেরার পরিকল্পনা রয়েছে মোনালিসার।

Niranjana Nag

সম্পর্কিত খবর