শৈশবে পাড়ি দিলেন ‘ঝুমা বৌদি’, দেখুন তো ছোট্ট মোনালিসাকে চিনতে পারেন কিনা?

বাংলাহান্ট ডেস্ক: অন্তরা বিশ্বাস, নামটা শুনে চেনা চেনা মনে হয় কি?  অনেকেই হয়ত বলবেন না। কিন্তু মোনালিসাকে (monalisa) চেনেন না এমন মানুষ হয়ত খুব কমই আছেন। মোনালিসারই আসল নাম অন্তরা। ভোজপুরি ছবির ‘সেনসেশন’ হলেও আসলে তিনি যে একজন আদ্যোপান্ত বাঙালি কন্যে। হইচইয়ের জনপ্রিয় ওয়েবসিরিজ ‘দুপুর ঠাকুরপো’র পর থেকেই তাঁর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হয়ে যায়। ‘ঝুমা বৌদি’ (jhuma boudi) যে ঠাকুরপোদের মনে একেবারে জাঁকিয়ে বসেছিলেন সেটা সিরিজটির জনপ্রিয়তা দেখলেই বোঝা যায়।

Monalisa 1

https://www.instagram.com/p/B_Pj5d4FuUB/?igshid=1nk5cnzi86vdt

সেলুলয়েডের পর্দা বা টেলিভিশন জগতে তো বটেই, নেটদুনিয়াতেও তাঁর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফ্যান ফলোয়িং বাড়ছে দিন দিন। আর হবে নাই বা কেন। প্রায়দিনই নিজের নানা হট ছবি ও ভিডিও তিনি শেয়ার করে নেন অনুরাগীদের সঙ্গে। সেইসব ছবি যুবকদের মনে ঝড় তুলতে বাধ্য।

https://www.instagram.com/p/B_RrMrrlbG6/?igshid=ejjbsypwscus

এখন অন‍্যান‍্যদের মতো মোনালিসাও রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। ঘরে বসেই কখনও শরীরচর্চা কখনও বই আবার কখনও স্বামী বিক্রান্তের সঙ্গে টিকটক করে সময় কাটাচ্ছেন তিনি। ‘নজর’ নামে একটি জনপ্রিয় ধারাবাহিকের দ্বিতীয় সিজনে অভিনয় করছিলেন মোনালিসা। কিন্তু এখন শুটিং বন্ধ থাকায় পুরোনো ছবি শেয়ার করেই সময় কাটাতে হচ্ছে তাঁকে।

https://www.instagram.com/p/B_WX39-FkOk/?igshid=136ygkmq2ul1d

তবে বাড়িতে বন্দি থাকার সময়টা একেবারেই হেলায় নষ্ট করছেন না মোনালিসা। প্রতিদিন নিয়ম করে শরীরচর্চা করছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রীতিমতো সেনসেশন তিনি। আইটেম গানে তাঁর দুরন্ত শরীরী বিভঙ্গ যে কারওরই মাথা ঘুরিয়ে দেওয়ার জন‍্য যথেষ্ট। লকডাউনের জন‍্য বাইরে বেরোনো বন্ধ। তাই বাড়িতেই ফটোসেশন শুরু করে দিয়েছেন মোনালিসা।

https://www.instagram.com/p/B_ZB2R2FCT4/?igshid=ewi1vlwopgul

প্রতিদিনই নতুন নতুন ফটোশুট করেন অভিনেত্রী। তবে এবারে কোনও নতুন ফটোশুট নয়, বরং মোনালিসা পাড়ি দিয়েছেন নিজের ছোটবেলায়। ছোট্টবেলার একটি ছবি শেয়ার করেছেন তিনি। সেখানে তাঁর পাশে দেখা যাচ্ছে তাঁর দাদাকেও। খুদে মিষ্টি মোনালিসাকে দেখে মজা পেয়েছেন তাঁর অনুরাগীরাও।

https://www.instagram.com/p/B_bprH4lO-5/?igshid=11w9fvsedlay9

ক‍্যাপশনে মোনালিসা জানিয়েছেন, ছোটবেলায় তাদের জোর করে ক‍্যামেরার সামনে বসিয়ে রাখা হত। আর ক‍্যামেরার দিকে তাকাতে বলা হত। ইতিমধ‍্যেই ২৫ হাজারের ওপর লাইক পড়ে গিয়েছে এই ছবিতে।

Niranjana Nag

সম্পর্কিত খবর