দেশি হোক ওয়েস্টার্ন, সেক্সি বৌদির ‘হট’ আন্দাজে কাত নেটজনতা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অন্তরা বিশ্বাস, নামটা শুনে চেনা চেনা মনে হয় কি?  অনেকেই হয়ত বলবেন না। কিন্তু মোনালিসাকে (monalisa) চেনেন না এমন মানুষ হয়ত খুব কমই আছেন। মোনালিসারই আসল নাম অন্তরা। ভোজপুরি ছবির ‘সেনসেশন’ হলেও আসলে তিনি যে একজন আদ্যোপান্ত বাঙালি কন্যে।

হইচইয়ের জনপ্রিয় ওয়েবসিরিজ ‘দুপুর ঠাকুরপো’র পর থেকেই তাঁর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হয়ে যায়। ‘ঝুমা বৌদি’ (jhuma boudi) যে ঠাকুরপোদের মনে একেবারে জাঁকিয়ে বসেছিলেন সেটা সিরিজটির জনপ্রিয়তা দেখলেই বোঝা যায়।

https://www.instagram.com/p/B-9nja_ly7T/?igshid=9lrpvp3u9zwj

সেলুলয়েডের পর্দা বা টেলিভিশন জগতে তো বটেই, নেটদুনিয়াতেও তাঁর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফ্যান ফলোয়িং বাড়ছে দিন দিন। আর হবে নাই বা কেন। প্রায়দিনই নিজের নানা হট ছবি ও ভিডিও তিনি শেয়ার করে নেন অনুরাগীদের সঙ্গে। সেইসব ছবি যুবকদের মনে ঝড় তুলতে বাধ্য।

https://www.instagram.com/p/B_ETLe4FLy-/?igshid=15e49kmhzgit9

এখন অন‍্যান‍্যদের মতো মোনালিসাও রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। ঘরে বসেই কখনও শরীরচর্চা কখনও বই আবার কখনও স্বামী বিক্রান্তের সঙ্গে টিকটক করে সময় কাটাচ্ছেন তিনি। ‘নজর’ নামে একটি জনপ্রিয় ধারাবাহিকের দ্বিতীয় সিজনে অভিনয় করছিলেন মোনালিসা। কিন্তু এখন শুটিং বন্ধ থাকায় পুরোনো ছবি শেয়ার করেই সময় কাটাতে হচ্ছে তাঁকে।

https://www.instagram.com/p/B_KVLQ7FG6e/?igshid=97xh520dr8ue

তবে বাড়িতে বন্দি থাকার সময়টা একেবারেই হেলায় নষ্ট করছেন না মোনালিসা। প্রতিদিন নিয়ম করে শরীরচর্চা করছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রীতিমতো সেনসেশন তিনি। আইটেম গানে তাঁর দুরন্ত শরীরী বিভঙ্গ যে কারওরই মাথা ঘুরিয়ে দেওয়ার জন‍্য যথেষ্ট। লকডাউনের জন‍্য বাইরে বেরোনো বন্ধ। তাই বাড়িতেই ফটোসেশন শুরু করে দিয়েছেন মোনালিসা।

https://www.instagram.com/p/B_RrMrrlbG6/?igshid=1rxyis54ecvxt

প্রতিদিনই নতুন নতুন ফটোশুট করেন অভিনেত্রী। এবারে তাঁকে দেখা গেল পাশ্চাত‍্য পোশাকে। ভিন্ন ভিন্ন পোজে বেশ কয়েকটি ফটো তুলেছেন তিনি। ৭৯ হাজার পেরিয়ে গিয়েছে লাইকের সংখ‍্যা। মোনালিসার ছবি ভাইরাল হবে তা বলাই বাহুল‍্য।

https://www.instagram.com/p/B_T4T1flajS/?igshid=f06pdd4hw7p4

প্রসঙ্গত, এর আগে দেখা গিয়েছিল বাড়িতেই জিম করছেন তিনি। কালো শর্টস ও কালো স্পোর্টস ব্রা পরে ক‍্যামেরার দিকে পেছন করে পোজ দিয়ে ছবি তুলেছেন মোনালিসা। সেই ছবিও ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। অনুরাগীদের বাড়িতে থাকার ও শরীরচর্চা করে ফিট থাকারও পরামর্শ দিয়েছেন মোনালিসা।

X