কালো বিকিনিতে সুইমিংপুলের জলে ভাসছেন মোনালিসা, তুমুল ভাইরাল ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অন্তরা বিশ্বাস, নামটা শুনে চেনা চেনা মনে হয় কি?  অনেকেই হয়ত বলবেন না। কিন্তু মোনালিসাকে (monalisa) চেনেন না এমন মানুষ হয়ত খুব কমই আছেন। মোনালিসারই আসল নাম অন্তরা। ভোজপুরি ছবির ‘সেনসেশন’ হলেও আসলে তিনি যে একজন আদ্যোপান্ত বাঙালি কন্যে। হইচইয়ের জনপ্রিয় ওয়েবসিরিজ ‘দুপুর ঠাকুরপো’র পর থেকেই তাঁর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হয়ে যায়। ‘ঝুমা বৌদি’ (jhuma boudi) যে ঠাকুরপোদের মনে একেবারে জাঁকিয়ে বসেছিলেন সেটা সিরিজটির জনপ্রিয়তা দেখলেই বোঝা যায়।
সেলুলয়েডের পর্দা বা টেলিভিশন জগতে তো বটেই, নেটদুনিয়াতেও তাঁর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফ্যান ফলোয়িং বাড়ছে দিন দিন। আর হবে নাই বা কেন। প্রায়দিনই নিজের নানা হট ছবি ও ভিডিও তিনি শেয়ার করে নেন অনুরাগীদের সঙ্গে। সেইসব ছবি যুবকদের মনে ঝড় তুলতে বাধ্য।


এখন অন‍্যান‍্যদের মতো মোনালিসাও রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। ঘরে বসেই কখনও শরীরচর্চা কখনও বই আবার কখনও স্বামী বিক্রান্তের সঙ্গে টিকটক করে সময় কাটাচ্ছেন তিনি। ‘নজর’ নামে একটি জনপ্রিয় ধারাবাহিকের দ্বিতীয় সিজনে অভিনয় করছিলেন মোনালিসা।
কিন্তু এখন শুটিং বন্ধ থাকায় পুরোনো ছবি শেয়ার করেই সময় কাটাতে হচ্ছে তাঁকে।

https://www.instagram.com/p/CA4rRNGlvPH/?igshid=613m5ubx2kdg

https://www.instagram.com/p/CAsWZ3jFE9u/?igshid=4f0fwb850p5p

তবে বাড়িতে বন্দি থাকার সময়টা একেবারেই হেলায় নষ্ট করছেন না মোনালিসা। প্রতিদিন নিয়ম করে শরীরচর্চা করছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রীতিমতো সেনসেশন তিনি। আইটেম গানে তাঁর দুরন্ত শরীরী বিভঙ্গ যে কারওরই মাথা ঘুরিয়ে দেওয়ার জন‍্য যথেষ্ট। লকডাউনের জন‍্য বাইরে বেরোনো বন্ধ। তাই বাড়িতেই ফটোসেশন শুরু করে দিয়েছেন মোনালিসা।

https://www.instagram.com/p/CAhX_mvltCz/?igshid=167cb1sm3yjdg

https://www.instagram.com/p/CAXBng3lRtz/?igshid=4gzbbcg9n7l3

ফের একবার বিকিনি পরে ছবি শেয়ার করেছেন মোনালিসা। ছবিতে দেখা যাচ্ছে কালো বিকিনি পরে সুইমিং পুলের জলে ভেসে রয়েছেন তিনি। ইতিমধ‍্যেই ১ লক্ষের বেশি লাইক পড়ে গিয়েছে এই ছবিতে।

https://www.instagram.com/p/CA7NjKJlpzs/?igshid=12xxjonvw3nlo

https://www.instagram.com/p/CAy9KW6Fzxq/?igshid=ivt8nvbmdqgt

এর আগেও ভাইরাল হয় মোনালিসার আরও একটি পুরনো ছবি। ছবিতে দেখা গিয়েছে সুইমিং পুলের জলে পা ডুবিয়ে বসে রয়েছেন তিনি, পরনে বিকিনি। বোঝাই যাচ্ছে কোথাও ঘুরতে গিয়ে ছবিটি তুলেছিলেন অভিনেত্রী। সেই পুরনো ছবিই ফের শেয়ার করেছেন তিনি। ইতিমধ‍্যেই ৯০ হাজারের বেশি লাইক পড়ে গিয়েছে এই ছবিতে।

X