পরনে লেহেঙ্গা, মাথায় ঘোমটা, হটপ‍্যান্ট ছেড়ে কনের সাজে সাজলেন ‘ঝুমা বৌদি’!

বাংলাহান্ট ডেস্ক: অন্তরা বিশ্বাস, নামটা শুনে চেনা চেনা মনে হয় কি?  অনেকেই হয়ত বলবেন না। কিন্তু মোনালিসাকে (monalisa) চেনেন না এমন মানুষ হয়ত খুব কমই আছেন। মোনালিসারই আসল নাম অন্তরা। ভোজপুরি ছবির ‘সেনসেশন’ হলেও আসলে তিনি যে একজন আদ্যোপান্ত বাঙালি কন্যে। হইচইয়ের জনপ্রিয় ওয়েবসিরিজ ‘দুপুর ঠাকুরপো’র পর থেকেই তাঁর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হয়ে যায়। ‘ঝুমা বৌদি’ (jhuma boudi) যে ঠাকুরপোদের মনে একেবারে জাঁকিয়ে বসেছিলেন সেটা সিরিজটির জনপ্রিয়তা দেখলেই বোঝা যায়।

nazar actress monalisa in colors khatra khatra khatra
সেলুলয়েডের পর্দা বা টেলিভিশন জগতে তো বটেই, নেটদুনিয়াতেও তাঁর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফ্যান ফলোয়িং বাড়ছে দিন দিন। আর হবে নাই বা কেন। প্রায়দিনই নিজের নানা হট ছবি ও ভিডিও তিনি শেয়ার করে নেন অনুরাগীদের সঙ্গে। সেইসব ছবি যুবকদের মনে ঝড় তুলতে বাধ্য।

https://www.instagram.com/p/B_wZr4Tl4Yd/?igshid=1l1onhf1bsde8

এখন অন‍্যান‍্যদের মতো মোনালিসাও রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। ঘরে বসেই কখনও শরীরচর্চা কখনও বই আবার কখনও স্বামী বিক্রান্তের সঙ্গে টিকটক করে সময় কাটাচ্ছেন তিনি। ‘নজর’ নামে একটি জনপ্রিয় ধারাবাহিকের দ্বিতীয় সিজনে অভিনয় করছিলেন মোনালিসা।

https://www.instagram.com/p/B_yuSp-lJnj/?igshid=1wxj427t20fj2

 

কিন্তু এখন শুটিং বন্ধ থাকায় পুরোনো ছবি শেয়ার করেই সময় কাটাতে হচ্ছে তাঁকে।
তবে বাড়িতে বন্দি থাকার সময়টা একেবারেই হেলায় নষ্ট করছেন না মোনালিসা। প্রতিদিন নিয়ম করে শরীরচর্চা করছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রীতিমতো সেনসেশন তিনি। আইটেম গানে তাঁর দুরন্ত শরীরী বিভঙ্গ যে কারওরই মাথা ঘুরিয়ে দেওয়ার জন‍্য যথেষ্ট। লকডাউনের জন‍্য বাইরে বেরোনো বন্ধ। তাই বাড়িতেই ফটোসেশন শুরু করে দিয়েছেন মোনালিসা।

https://www.instagram.com/p/B_6xSF2lmCf/?igshid=mnhfs7xc2aq1

https://www.instagram.com/p/B_1KFQLlTO0/?igshid=msibip2jsuto

প্রতিদিনই নতুন নতুন ফটোশুট করেন অভিনেত্রী। সম্প্রতি এমনই একটি ছবি শেয়ার করেছেন তিনি‌। পরনে লেহেঙ্গা, অলঙ্কার, মাথায় ঘোমটা, এমনই বেশে ধরা দিয়েছেন মোনালিসা। তবে এই ‘ব্রাইডাল লুক’ এর ছবিটি পুরোনো। কিন্তু ফের অভিনেত্রী পোস্ট করতেই নতুন করে ভাইরাল হয়েছে এই ছবি।

https://www.instagram.com/p/B_1vP_qFg-h/?igshid=1xw1xqmh7mrnu

সম্প্রতি মোনালিসাকে দেখা গিয়েছিল স্বামী বিক্রান্তের সঙ্গে টিকটক ভিডিও বানাতে। ‘ইয়ে জওয়ানি হ‍্যায় দিওয়ানি’ ছবির একটি দৃশ‍্যে অভিনয় করেছেন তাঁরা। মোনালিসা জানিয়েছেন এটি তাঁর অন‍্যতম প্রিয় দৃশ‍্য।

Niranjana Nag

সম্পর্কিত খবর