হট প‍্যান্ট ক্রপ টপে নতুন করে উষ্ণতার পারদ চড়াচ্ছেন ‘ঝুমা বৌদি’, ভাইরাল ছবি

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক: অন্তরা বিশ্বাস (Antara Biswas), নামটা শুনে চেনা চেনা মনে হয় কি?  অনেকেই হয়ত বলবেন না। কিন্তু মোনালিসাকে (monalisa) চেনেন না এমন মানুষ হয়ত খুব কমই আছেন। মোনালিসারই আসল নাম অন্তরা। ভোজপুরি ছবির ‘সেনসেশন’ হলেও আসলে তিনি যে একজন আদ্যপান্ত বাঙালি কন্যে। হইচইয়ের জনপ্রিয় ওয়েবসিরিজ ‘দুপুর ঠাকুরপো’র পর থেকেই তাঁর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হয়ে যায়। ‘ঝুমা বৌদি’ যে ঠাকুরপোদের মনে একেবারে জাঁকিয়ে বসেছিলেন সেটা সিরিজটির জনপ্রিয়তা দেখলেই বোঝা যায়।


সেলুলয়েডের পর্দা বা টেলিভিশন জগতে তো বটেই, নেটদুনিয়াতেও তাঁর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফ্যান ফলোয়িং বাড়ছে দিন দিন। আর হবে নাই বা কেন। প্রায়দিনই নিজের নানা হট ছবি ও ভিডিও তিনি শেয়ার করে নেন অনুরাগীদের সঙ্গে। সেইসব ছবি যুবকদের মনে ঝড় তুলতে বাধ্য।

https://www.instagram.com/p/B-pQE8KlfaQ/?igshid=bj30z190eyxj

এখন অন‍্যান‍্যদের মতো মোনালিসাও রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। ঘরে বসেই কখনও শরীরচর্চা কখনও বই আবার কখনও স্বামীর সঙ্গে টিকটক করে সময় কাটাচ্ছেন তিনি। ‘নজর’ নামে একটি জনপ্রিয় ধারাবাহিকের দ্বিতীয় সিজনে অভিনয় করছিলেন মোনালিসা। কিন্তু এখন শুটিং বন্ধ থাকায় পুরোনো ছবি শেয়ার করেই সময় কাটাতে হচ্ছে তাঁকে।

https://www.instagram.com/p/B-yEXZ-FB9C/?igshid=nqxzkqj12n95

তবে এবারে ক‍য়েকটি নতুন ছবি নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে শেয়ার করেছেন মোনালিসা। বাড়িতে বসেই ছবিগুলি তুলেছেন তিনি। বেশ হালকা ফুরফুরে মেজাজে ধরা দিয়েছেন অভিনেত্রী। দেখা যাচ্ছে তাঁর পরনে রয়েছে ছোট হটপ‍্যান্ট ও ক্রপ টপ। মোনালিসার এই হট ছবি যে অনুরাগীদের মনে ধরবেই তা জানা কথা।

https://www.instagram.com/p/B-12odTlt6i/?igshid=1n8ru4gphscrn

ছবি পোস্ট করার কিছুক্ষণের মধ‍্যেই ২৪ হাজার ছাড়িয়ে গিয়েছে লাইকের সংখ‍্যা‌। নেটিজেনরা নানারকম মন্তব‍্য করছেন মোনালিসার ছবিতে। শেয়ার হতে হতে ইতিমধ‍্যেই বেশ ভাইরাল হয়ে গিয়েছে এই ছবি।

X