কখনও বাঙালি কখনও ওয়েস্টার্ন, ‘হট’ লুকে ঠাকুরপোদের ঘুম ওড়াচ্ছেন ঝুমা বৌদি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অন্তরা বিশ্বাস, নামটা শুনে চেনা চেনা মনে হয় কি?  অনেকেই হয়ত বলবেন না। কিন্তু মোনালিসাকে (monalisa) চেনেন না এমন মানুষ হয়ত খুব কমই আছেন। মোনালিসারই আসল নাম অন্তরা। ভোজপুরি ছবির ‘সেনসেশন’ হলেও আসলে তিনি যে একজন আদ্যোপান্ত বাঙালি কন্যে। হইচইয়ের জনপ্রিয় ওয়েবসিরিজ ‘দুপুর ঠাকুরপো’র পর থেকেই তাঁর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হয়ে যায়। ‘ঝুমা বৌদি’ (jhuma boudi) যে ঠাকুরপোদের মনে একেবারে জাঁকিয়ে বসেছিলেন সেটা সিরিজটির জনপ্রিয়তা দেখলেই বোঝা যায়।


সেলুলয়েডের পর্দা বা টেলিভিশন জগতে তো বটেই, নেটদুনিয়াতেও তাঁর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফ্যান ফলোয়িং বাড়ছে দিন দিন। আর হবে নাই বা কেন। প্রায়দিনই নিজের নানা হট ছবি ও ভিডিও তিনি শেয়ার করে নেন অনুরাগীদের সঙ্গে। সেইসব ছবি যুবকদের মনে ঝড় তুলতে বাধ্য।

https://www.instagram.com/p/B-9ADBxlCGQ/?igshid=127s2zi54eogf

এখন অন‍্যান‍্যদের মতো মোনালিসাও রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। ঘরে বসেই কখনও শরীরচর্চা কখনও বই আবার কখনও স্বামীর সঙ্গে টিকটক করে সময় কাটাচ্ছেন তিনি। ‘নজর’ নামে একটি জনপ্রিয় ধারাবাহিকের দ্বিতীয় সিজনে অভিনয় করছিলেন মোনালিসা। কিন্তু এখন শুটিং বন্ধ থাকায় পুরোনো ছবি শেয়ার করেই সময় কাটাতে হচ্ছে তাঁকে।

https://www.instagram.com/p/B-9nja_ly7T/?igshid=y4el5hjkbob8

গতকালই নববর্ষ উপলক্ষে পুরো বাঙালি সাজে ধরা দিয়েছিলেন মোনালিসা। আবার পরের দিনই ভোলবদল। এবার ডেনিম পোশাকে ‘হট’ লুকে ধরা দিলেন অভিনেত্রী। নিজের বাড়ির ব‍্যালকনিতেই এই ফটোশুট করেছেন তিনি। ছবির ক‍্যাপশনে লিখেছেন, ‘ধীরে ধীরে এগোও, কিন্তু কখনও থেমে যেও না’।

https://www.instagram.com/p/B-_OOHnl9hr/?igshid=cql5i2ngt6dv

ছবি পোস্ট করার কিছুক্ষণের মধ‍্যেই ৭৩ হাজার ছাড়িয়ে গিয়েছে লাইকের সংখ‍্যা‌। নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মোনালিসাকে এই রূপে দেখে। অনেকেই মন্তব‍্য করেছেন, পাশ্চাত‍্য হোক বা দেশি সব পোশাকেই অসাধারন ভাবে মানিয়ে যান তিনি। সব পোশাকই খুব ভাল ক‍্যারি করতে পারেন মোনালিসা। শেয়ার হতে হতে ইতিমধ‍্যেই বেশ ভাইরাল হয়ে গিয়েছে এই ছবি।

সম্পর্কিত খবর

X